ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চলতি বছরেই গ্র্যান্ডস্লাম চান সিমোনা

প্রকাশিত: ০৬:৪৩, ১৫ মে ২০১৮

চলতি বছরেই গ্র্যান্ডস্লাম চান সিমোনা

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব টেনিসের আলোচিত তারকাদের মধ্যে সিমোনা হ্যালেপ অন্যতম। গত কয়েক মৌসুম ধরেই দুর্দান্ত খেলছেন তিনি। কিন্তু দুর্ভাগ্য তার। এখন পর্যন্ত মেজর কোন শিরোপা জয়ের দেখা পাননি রোমানিয়ার এই টেনিস তারকা। তাতে অবশ্য হতাশ নন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এই শীর্ষ তারকা। বরং ধীরে ধীরে গ্র্যান্ডস্লাম জয়ের স্বপ্ন বুনছেন তিনি। রোমানিয়ান টেনিস তারকা জানালেন এ বছরেই টেনিসের সবচেয়ে সম্মানজনক পুরস্কারটাকে নিজের শোকেসে তুলতে চান। এ প্রসঙ্গে রোমানিয়ার সিমোনা হ্যালেপ বলেন, ‘প্রতিদিনই কাজ করছি আমি। প্রতিদিনই খেলছি। তাই দেখা যাক কী ঘটে। কিন্তু লক্ষ্য এ মৌসুমেই গ্র্যান্ডস্লাম জেতা।’ অবশ্য খুব কাছাকাছিই চলে এসেছিলেন সিমোনা হ্যালেপ। অসাধারণ পারফর্মেন্সের সৌজন্যেই ২০১৮ মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলেছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্য যে এবারও তীরে এসে তরী ডুবল তার। শিরোপা জয়ের লড়াইয়ে হেরে যান হ্যালেপ। রোমানিয়ান তারকাকে পরাজিত করে ক্যারিয়ারের প্রথম মেজর শিরোপার স্বাদ পান ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি। মেলবোর্নে ব্যর্থ হওয়া সিমোনা হ্যালেপের চোখ এখন ফ্রেঞ্চ ওপেনে। যেখানে এর আগে দুইবার ফাইনালে জায়গা করে নিয়েছিলেন তিনি। ২০১৪ সালে প্রথমবার রোঁলা গ্যারোয় ফাইনালে ওঠে রাশিয়ান টেনিসের গ্ল্যামারগার্ল মারিয়া শারাপোভার কাছে শিরোপা হাতছাড়া করেন হ্যালেপ। গত মৌসুমে তাকে পরাজিত করে ফ্রেঞ্চ ওপেনের ট্রফি উঁচিয়ে ধরেন লাটভিয়ার অখ্যাত খেলোয়াড় জেলেনা ওস্টাপেঙ্কো। দুইবার ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল হারা হ্যালেপ এবার আর নিশ্চয়ই ভুল করতে চান না। বরং অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়েই এবার নিজের সেরাটা ঢেলে দিতে চান তিনি। তবে কী এবার নতুন ধরনের কোন পরিকল্পনা থাকছে হ্যালেপের? এমন প্রশ্নের জবাবে সরাসরি ‘না’ বলে দেন বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড়। বরং নিজের শরীরে আলাদা করে যতœ নিচ্ছেন তিনি। এ বিষয়ে রোমানিয়ান তারকা বলেন, ‘গ্র্যান্ডস্লামের আগে কখনোই বিশেষ কোন কিছুই করি না। সুস্থ থাকার জন্য কেবল শরীরের যতœ নেই। যদি খারাপ কোন কিছু না ঘটে থাকে তাহলে আমি সবসময়ই প্রস্তুত থাকি।’ ফরাসী ওপেনের আগে প্রস্তুতির মঞ্চ হিসেবে রোম ওপেনে খেলছেন হ্যালেপ। গত মৌসুমে এই টুর্নামেন্টেরও ফাইনাল খেলেছেন তিনি। তবে রোমানিয়ার হ্যালেপ সদ্যসমাপ্ত মাদ্রিদ ওপেনের সেমিফাইনালে হেরে যান। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামলেও শেষ চারে চেকপ্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভার কাছে হার মানেন তিনি। যা গত তিন বছরের মধ্যে তার প্রথম হার। তবে মাদ্রিদ ওপেনের হার তার আত্মবিশ্বাসে কোন ধরনের আঘাত করতে পারেনি। এ বিষয়ে রোম ওপেনের মিশন শুরুর আগে হ্যালেপ বলেন, ‘এটা ভিন্ন একটা টুর্নামেন্ট। এখানকার পরিবেশও সম্পূর্ণ ভিন্ন। যথেষ্ট আত্মবিশ্বাস নিয়েই এখানে খেলতে এসেছি আমি। গত বছর এই টুর্নামেন্টের ফাইনাল খেলেছি আমি। তাই বুঝতেই পারছেন যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে আমার।’ রোম ওপেন থেকে ইতোমধ্যেই নাম প্রত্যাহার করে নিয়েছেন চারবারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। যে কারণে এবারও ফেবারিটের তকমাটা মাখানো হ্যালেপের গায়ে।
×