ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টি২০’র হাতেই টেস্টের মৃত্যু দেখছেন ম্যাককুলাম

প্রকাশিত: ০৬:৪৩, ১৫ মে ২০১৮

টি২০’র হাতেই টেস্টের মৃত্যু দেখছেন ম্যাককুলাম

স্পোর্টস রিপোর্টার ॥ সম্প্রতি চূড়ান্তভাবে ঘরের মাটিতে বাংলাদেশের সঙ্গে টেস্ট সিরিজ বাতিল করেছে অস্ট্রেলিয়া। দর্শক-স্পন্সরের অভাবে লোকসান হবে, এমন যুক্তিতে এই সিদ্ধান্ত নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। পরিবর্তে আরও একটি দল নিয়ে ত্রিদেশীয় টি২০ টুর্নামেন্টের পরিকল্পনার কথা জানিয়েছে সিএ। আইপিএল, বিপিএল, সিপিএল, বিগব্যাশ, সিপিএলসহ বিশ্বজুড়ে ঘরোয়া টি২০’র যা দাপট, তাতে অনেকেই আভিজাত টেস্টের ভবিষ্যত নিয়ে শঙ্কিত। দর্শক টানতে এরই মধ্যে ডে নাইট টেস্টে ম্যাচের প্রচলন শুরু হয়েছে। এলিট ক্লাবের সদস্য সংখ্যা বাড়িয়ে ১০ থেকে ১২ করা হয়েছে। নতুন করে যুক্ত হয়েছে আফগানিস্তান ও আয়ারল্যান্ড। এত কিছুর পরও টি২০’র হাতেই টেস্টের মৃত্যু দেখছেন সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাকুকলাম। ‘আমি মনেপ্রাণেই বিশ্বাস করি একসময় টেস্ট ক্রিকেট থাকবে না। কারণ অল্প কয়েকটি দেশই টেস্ট খেলতে পারে।’ বলেন ম্যাককুলাম। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) চলতি আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে খেলছেন ৩৬ বছর বয়সী এ উইকেটকিপার-ব্যাটসম্যান। টেস্ট ক্রিকেটের ভবিষ্যত নিয়ে রীতিমতো শঙ্কিত তুখোড় এই কিউই উইলোবাজ। তার মতে, ‘মানুষ টি২০ কে শুধু খেলা হিসেবে দেখে না। তারা এটাকে টিভি বিনোদনও মনে করে। সমাজ পরিবর্তিত হচ্ছে। চার-পাঁচ দিন ধরে টেস্ট ক্রিকেট দেখার মতো সময় মানুষের নেই। তারা শেষদিনের হয়তো প্রথম সেশন বা শেষ সেশন দেখবে, যদি দেখার মতো পরিস্থিত তৈরি হয়।’ ম্যাককুলাম আরও মনে করেন ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজিগুলো (ক্লাব) তাদের খেলোয়াড়দের টেস্ট খেলার জন্য অনুমতি দেবে না, ‘কিছুদিন পর, ফ্র্যাঞ্চাইজিগুলো খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করবে। এবং হয়ত তারা তাদের খেলোয়াড়দের টেস্ট খেলারই জন্য অনুমতি দেবে না!’ বিশ্বজুড়ে এখন কেবলই টি২০’র দাপট। সব দেশই চালু করেছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি২০ টুর্নামেন্ট। আর দর্শকদেরও আগ্রহ অন্য সংস্করণের চেয়ে টি২০’র প্রতিই বেশি। ক্রিকেটাররাও বিভিন্ন টি২০ লীগ খেলে দেদার টাকা কামিয়ে বেড়াচ্ছেন। এর ফলে টেস্ট ক্রিকেট একদিন হারিয়ে যেতে পারে বলে মনে করছেন সাবেক কিউই অধিনায়ক। তার ভয়, একদিন পৃথিবীতে আর টেস্ট ক্রিকেট থাকবে না। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গেছেন আধুনিক নিউজিল্যান্ডের অন্যতম জনপ্রিয় এ ক্রিকেটার। বর্তমানে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বিভিন্ন টি২০ টুর্নামেন্টে খেলে বেড়াচ্ছেন। নিউজিল্যান্ডের হয়ে ১০১ টেস্টে ৬৪৫৩ রান করা ম্যাককুলাম এ সংস্করণে (টি২০) দেশটি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এবং টেস্টে নিউজিল্যান্ডের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৩০২ রানের ইনিংসের মালিকও তিনি। দেশটির অন্যতম সেরা ক্রিকেটার মনে করা হয় তাকে। টি২০তে ক্রিস গেইলের (১১৪০০) পর দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৩৩৫ ম্যাচে ৯১১৯ রান করেছেন। ইংল্যান্ডে ২০০৩-০৪ মৌসুম থেকেই ক্লাব পর্যায়ে টি২০’র প্রচলন। তবে ২০০৮ সালে ভারতে আইপিএল শুরুর পর থেকেই এমন টুর্নামেন্টের কদর বাড়তে থাকে। বর্তমানে মূলত এভাবেই খেলা হয় টি২০ টুর্নামেন্টগুলো। অনেক সময়ই কিছু খেলোয়াড় জাতীয় দলে না খেলে এসব লীগে খেলে সমালোচিত হন। তবে ম্যাককুলাম মনে করেন, ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজিগুলোই ছড়ি ঘোরাবে জাতীয় দলের ওপর।
×