ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতায় নিয়মিত হতে চান এ দুই ক্রিকেটার

নৈপুণ্যে উন্নতি ঘটাতে চান এনামুল-আরিফুল

প্রকাশিত: ০৬:৪২, ১৫ মে ২০১৮

নৈপুণ্যে উন্নতি ঘটাতে চান এনামুল-আরিফুল

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ ছুঁই ছুঁই বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেছিলেন। তখন সবেমাত্র অনুর্ধ ১৯ দলের হয়ে উদ্ভাসিত নৈপুণ্য দেখিয়ে শেষ করেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটেও শুরুটা হয়েছিল দুর্দান্ত। ওয়ানডে দিয়ে শুরুটা হলেও পরবর্তীতে টেস্ট ও টি২০ দলেও জায়গা করে নেন। কিন্তু কোন ফরমেটেই থিতু হতে পারেননি উইকেটরক্ষক ওপেনার এনামুল হক বিজয়। দীর্ঘ ৩ বছর জাতীয় দলের বাইরে থেকে এ বছর জানুয়ারিতে আবার ফিরে নিজেকে মেলে ধরতে পারেননি ২৫ বছর বয়সী এ ডানহাতি। এবার তাই নিজের উন্নতির দিকে দৃষ্টি বিজয়ের। তার অনেক পরে ২৫ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে শুরুটা হয়েছে আরিফুল হকের। এ বছর ফেব্রুয়ারিতে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টি২০ খেলেছেন। এরপর দলে থাকলেও নিদাহাস ট্রফিতে একাদশে জায়গা করে নিতে পারেননি এ মিডিয়াম পেস বোলিংয়েও দক্ষতাসম্পন্ন লোয়ার অর্ডার আক্রমণাত্মক ব্যাটসম্যান আরিফুল। তিনিও নিজের উন্নতি ঘটিয়ে নিয়মিত খেলতে চান। রবিবার থেকে জাতীয় ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে। আগামী জুনের প্রথম সপ্তাহে ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে ৩ টি২০ ম্যাচের সিরিজ এবং তারপর ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ৩১ জনের প্রাথমিক দল এ অনুশীলন শুরু করেছে। সোমবার অবশ্য ক্রিকেটারদের কোন আনুষ্ঠানিক অনুশীলন ছিল না। এরপরও এসেছিলেন এনামুল-আরিফুলসহ অনেকেই। এই ক্যাম্পের বিষয়ে এনামুল বলেন, ‘এটা মূলত ফিটনেস ক্যাম্প। ফিটনেসকে আবার ঝালাই করে প্রস্তুত করা নিজেকে। টানা খেলার মধ্যে ছিল- বিসিএল, এনসিএল, প্রিমিয়ার লীগ, বাংলাদেশ দলের অনেক খেলা ছিল। রিকোভারি দরকার। ফিটনেসের দিক থেকে তৈরি হতে পারলে সামনে খুব ভাল সময় যাবে বাংলাদেশ দলের জন্যে।’ গত জানুয়ারিতে ঘরের মাটিতে হওয়া ত্রিদেশীয় সিরিজে ফিরে ৪ ম্যাচ খেলেছিলেন। করতে পেরেছিলেন ১৯, ৩৫, ১ ও ০ রান। ব্যাপক হারে সমালোচিতও হয়েছিলেন। এবার নিজের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘আসলে উন্নতির জায়গা সব সময় থাকে ব্যাটসম্যানের জন্য। আমি সব সময় চেষ্টা করেছি নিজের প্রক্রিয়াটা ঠিক রাখা। আমি চেষ্টা করছি আরও ভাল করার। প্রিমিয়ার লীগ খুব ভাল গেছে, ১৬ ম্যাচ খেলেছি। বিপিএল খেলেছি এটা হয়ত টি২০’র জন্য কাজে দেবে। প্রথম শ্রেণীর ম্যাচ খেলছি সেটা দীর্ঘ পরিসরে কাজে দেবে। আশা করছি এগুলোই শিখে আন্তর্জাতিকে আবার নিজেকে মেলে ধরার।’ টপঅর্ডারে এখন তামিম ইকবাল ছাড়া তিন ফরমেটেই বেশ সমস্যায় আছে বাংলাদেশ। এনামুলের তাই সুযোগ নিজেকে মেলে ধরে দলে থিতু হওয়ার। এ বিষয়ে তিনি বলেন, ‘আসলে প্রতিযোগিতা সব সময় থাকা দরকার। প্রতিযোগিতা থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে। প্রতিযোগিতা থাকলে পারফর্মেন্স বের হয়ে আসবে। রানের অভ্যাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। রানের মধ্যে থাকলে ঘরোয়াতে বলেন, আন্তর্জাতিকে বলেন আত্মবিশ্বাস অনেক উঁচুতে থাকে।’ আসন্ন আফগানিস্তান সিরিজের আগে বেশি আলোচনা হচ্ছে লেগস্পিনার রশীদ খান ও তরুণ অফস্পিনার মুজিব-উর-রেহমানকে নিয়ে। এ বিষয়ে এনামুল অবশ্য তাদের বিশ্বমানের বোলার হিসেবে মানলেও মনে করছেন বাংলাদেশের দারুণ কিছু ব্যাটসম্যান আছে যারা তাদের ভালভাবে মোকাবেলা করতে সক্ষম। তবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ কঠিন হবে সেটা স্বীকার করলেন এনামুলও। বিষয়টি মাথায় রেখে সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন মূলত টি২০ ক্রিকেটের জন্য জাতীয় দলে পছন্দনীয় আরিফুল। বেশি বেশি আইপিএল দেখছেন। রশীদ-মুজিবের বোলিং দেখছেন। তিনি বলেন, ‘আমাদের বিপক্ষে যারা যারা বোলিং করবে তাদের আইপিএলে খেলা দেখছি। আফগানিস্তানের সঙ্গে খেলা। তাদের মুজিব আছে। ওকে আমরা ওইভাবে দেখিনি। রশীদ খানকে বিপিএলে দেখেছি। সব মিলিয়ে ওদের কীভাবে খেলা যায় তা নিয়ে প্রস্তুতি নিচ্ছি।’ বাংলাদেশ দলে দীর্ঘ সময় ধরে একজন ভাল মানের পেস অলরাউন্ডারের ঘাটতি রয়েছে। তবে আরিফুলের সে সুযোগ আছে। ঘরোয়া আসরগুলোতে নিয়মিত দারুণ ব্যাটিংয়ের পাশাপাশি ভাল পেস বোলিংও করেন। এ বিষয়ে এ তরুণ বলেন, ‘আমার লক্ষ্য হলো জাতীয় দলে থিতু হওয়া। হয়তো বা পরিস্থিতি নির্ভর করবে কোথায় ব্যাট করব, কীভাবে ব্যাট করব। সব ডিফেন্ড করে আমাকে আসলে জাতীয় দলে পাকাপোক্ত অলরাউন্ডার হিসেবে তৈরি করে নিতে হবে। ঘরোয়াতে বোলিং করি, জাতীয় দলে সে সুযোগ এখনও হয়নি। বিপিএলেও ওইভাবে সুযোগ হয়নি। যদি সুযোগ পাই আমার আগের সব অভিজ্ঞতা দিয়ে চেষ্টা করব। উন্নতির আসলে শেষ নাই। আমাদের বাংলাদেশী ব্যাটসম্যানদের পেস বোলার দিয়ে বেশি আক্রমণ করা হয়। লোয়ার অর্ডারে শর্ট বল বেশি করে। আমার মনে হয় এইগুলা ভালভাবে সদ্ব্যবহার করার দিকে নজর দেয়া দরকার। আমি যখন ব্যাট করতে নামি চিন্তা করি এক খেলার চেষ্টা করব। বাজে বল পেলে মারব। ডট বলব করব না, স্ট্রাইক রোটেট করব।’
×