ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গুলশানে ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধা নিহত

প্রকাশিত: ০৬:০৭, ১৫ মে ২০১৮

গুলশানে ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধা নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলশানের নতুনবাজার এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নূরজাহান বেগম (৭৫) নামে এক যাত্রী নিহত হয়েছে। নিহতের স্বামী মৃত আব্দুল মতিন। গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জে। এ ঘটনায় অটোরিক্সাচালক ও চার যাত্রী আহত হয়। যাত্রীরা সবাই একই পরিবারের সদস্য। আহতরা হলো, নূরজাহান বেগমের ছেলে শফিউল (৪৫), পুত্রবধূ আয়েশা আক্তার (৩৫), নাতি আঁখি (৯) ও হালিমা (১৭) ও অজ্ঞাত সিএনজি চালক। পুলিশ জানিয়েছে, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে বালুবাহী একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পুলিশ সিএনজির ভেতর থেকে পাঁচ যাত্রী ও চালককে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে গুলশানে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যায়। সকাল ৮টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক যাত্রী বৃদ্ধা নূরজাহানকে মৃত ঘোষণা করেন। পরে বাকিদের আহতদের সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। নিহতের ছেলে শফিউল জানান, সে তার পরিবার নিয়ে রাজধানীর দক্ষিণখান সায়েদাবাদ ট্রান্সমিটার এলাকায় বসবাস করে।
×