ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাইকোর্টের রুল

পা হারানো প্রাইভেট চালক রাসেলকে এক কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়

প্রকাশিত: ০৬:০৬, ১৫ মে ২০১৮

পা হারানো প্রাইভেট চালক রাসেলকে এক কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে গ্রিনলাইন পরিবহনের বাসের চাপায় পা হারানো প্রাইভেটকারের চালক রাসেল সরকারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। অন্যদিকে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের গণগ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে, গ্রেফতার সংক্রান্ত আপীল বিভাগের নির্দেশনা ভঙ্গ করে খুলনায় গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। অন্যদিকে পবিত্র রমজান মাসে সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগ ও নিম্ন আদালতের জন্য পৃথক সময়সূচী নির্ধারণ করা হয়েছে। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মোঃ গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
×