ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘বাংলাদেশ জাতীয় প্রবীণ মঞ্চ’ গঠিত

প্রকাশিত: ০৬:০৬, ১৫ মে ২০১৮

‘বাংলাদেশ জাতীয় প্রবীণ মঞ্চ’ গঠিত

স্টাফ রিপোর্টার ॥ দেশে প্রবীণদের নিয়ে কার্যক্রম পরিচালনাকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সমন্বয়ে ‘বাংলাদেশ জাতীয় প্রবীণ মঞ্চ’ গঠিত হয়েছে। এ মঞ্চের কাজ হবে সরকারের প্রবীণ নীতিমালা বাস্তবায়নে সহায়ক হিসেবে কাজ করা। সোমবার আগারগাঁওয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) মিলনায়তনে এই মঞ্চ গঠনের ঘোষণা দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব ফয়েজ আহম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফ চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ এবং প্রবীণদের উন্নয়নে কৌশলগত উদ্যোগ বিষয়ে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবদুল করিম। পিকেএসএফ উদ্যোগে গঠিত এই মঞ্চ প্রবীণদের জন্য প্রদেয় বিভিন্ন পরিষেবাকে আরও সমন্বিত ও ফলপ্রসূভাবে প্রদানের মাধ্যমে তাদের আর্থ-সামাজিক অগ্রগতিকে টেকসই করণের পাশাপাশি একটি প্রবীণবান্ধব সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। টেকসই উন্নয়ন প্রক্রিয়ায় প্রবীণ জনগোষ্ঠীসহ সকলের অন্তর্ভুক্তি নিশ্চিত করা জরুরী বলে মনে করেন অনুষ্ঠানের সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ। এ সময় তিনি বাংলাদেশ জাতীয় প্রবীণ মঞ্চের উপদেষ্টা কমিটি, কার্যনির্বাহী কমিটি ও সাধারণ পর্ষদ ঘোষণা করেন। প্রস্তাবিত পাঁচ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ হলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. নাসরীন আহমাদ।
×