ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এলো ‘টেইক এ ব্রেক’

প্রকাশিত: ০৬:০৫, ১৫ মে ২০১৮

এলো ‘টেইক এ ব্রেক’

গ্রাহককে দীর্ঘ সময় ধরে ইউটিউব ব্যবহার থেকে বিরত রাখতে নতুন ‘টেইক এ ব্রেক’ ফিচার উন্মুক্ত করেছে গুগলের ভিডিও স্ট্রিমিং সাইটটি। নতুন এই ফিচারের মাধ্যমে গ্রাহককে নোটিফিকেশনের মাধ্যমে কিছুক্ষণ বিরতি নিতে বলবে ইউটিউব। তবে ফিচারটি চালু করবেন কিনা তা নির্ভর করবে গ্রাহকের পছন্দের ওপর। চলতি বছরের গ্রীষ্মে এ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ এ্যান্ড্রয়েড পি উন্মুক্ত করবে গুগল। এই সংস্করণের নতুন ড্যাশবোর্ডে গ্রাহক কতটা সময় ফোনে ব্যয় করছেন তা স্পষ্টভাবে দেখানো হবে। গ্রাহক কতবার ফোন আনলক করেছেন, নোটিফিকেশনের হিসাব এবং আলাদাভাবে প্রতিটি এ্যাপে কী পরিমাণ সময় দেয়া হচ্ছে তা দেখানো হবে ড্যাশবোর্ডে। চলতি সপ্তাহে গুগলের ডেভেলপারস সম্মেলন আইও ২০১৮এ এমন ঘোষণা দিয়েছে মার্কিন ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটি। এ্যান্ড্রয়েড পি’র নতুন ফিচারগুলোর জন্য এখনও কয়েক মাস অপেক্ষা করতে হলেও গ্রাহক এখনই ইউটিউবের নতুন ফিচারের সুবিধা নিতে পারবেন। ইউটিউবের নতুন ‘টেইক এ ব্রেক’ ফিচারের মাধ্যমে গ্রাহকের নির্ধারণ করে দেয়া নির্দিষ্ট সময় পর তাকে বিরতি নেয়ার নোটিফিকেশন দেবে ইউটিউব। ফিচারটি চালু করতে ইউটিউব মোবাইল এ্যাপে গ্রাহকের প্রোফাইল ছবিতে চেপে সেটিংস মেনুতে যেতে বলা হয়েছে। এখানে জেনারেল ট্যাব থেকে ‘রিমাইন্ড মি টু টেইক এ ব্রেক’ অপশন বাছাই করতে পারবেন গ্রাহক। কতক্ষণ পরপর নোটিফিকেশন দেয়া হবে সে অপশনগুলোর মধ্যে থাকবে কখনই না, প্রতি ১৫ মিনিট, ৩০ মিনিট, ৬০ মিনিট, ৯০ মিনিট এবং ১৮০ মিনিট পর। ‘টেইক এ ব্রেক’ ফিচারের পাশাপাশি ‘সিডিউলড ডাইজেস্ট’ নামে আরেকটি ফিচার এনেছে ইউটিউব। এর মাধ্যমে গ্রাহকের নির্ধারিত সময়ে ইউটিউব এ্যাপের সবগুলো নোটিফিকেশন একসঙ্গে পাঠানো হবে বলে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। -ভার্জ
×