ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শাহবাগে অবরোধ নগরজুড়ে তীব্র যানজট

প্রকাশিত: ০৫:৫৯, ১৫ মে ২০১৮

শাহবাগে অবরোধ নগরজুড়ে তীব্র যানজট

স্টাফ রিপোর্টার ॥ কোটা বাতিলের প্রজ্ঞাপনের দাবিতে করা আন্দোলন সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাতটায় আন্দোলন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়। মঙ্গলবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বর্জনের মধ্যদিয়ে আন্দোলন চলবে। তবে রাজপথ অবরোধ করা হবে না। এদিকে সোমবার শাহবাগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। তারা রাস্তা বন্ধ করে দেয়ায় রীতিমতো অবরুদ্ধ হয়ে পড়েছিল শাহবাগসহ চারদিকের অন্তত দুই কিলোমিটার এলাকা। তীব্র যানজটে নাকাল হয়ে পড়েছিলেন নগরবাসী। আন্দোলনকারীরা কোন কোন এলাকায় জরুরী সেবাদানের কাজে নিয়োজিত যানবাহনও চলাচল করতে দেয়নি। এমন পরিস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, বারডেম, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও হলি ফ্যামিলি, রেড ক্রিসেন্ট হাসপাতালের জরুরী চিকিৎসা সেবা ব্যাহত হয়েছে। আন্দোলনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। আশপাশের সব শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম রীতিমতো অচল হয়ে পড়েছিল। সোমবার সন্ধ্যা সোয়া সাতটায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন জনকণ্ঠকে আন্দোলন সাময়িকভাবে স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার সকাল দশটা থেকেই কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় একত্রিত হতে থাকে। বেলা এগারোটার দিকে শতাধিক আন্দোলনকারী প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অবস্থান নেয়। পরে তারা শাহবাগ মোড়ে গিয়ে রাস্তার মাঝখানে রাস্তা বন্ধ করে অবস্থান নেয়। আচমকা এমন ঘটনায় সেখান দিয়ে যাওয়া যানবাহন আটকে যায়। পরে পুলিশ আটকে পড়া যানবাহন আস্তে আস্তে বের করে দেয়। তারপরও বহু যানবাহন বিকেল পর্যন্ত আটকে ছিল। শাহবাগের মাঝ রাস্তায় অবস্থান নেয়ার কারণে মাত্র কয়েক মিনিটের মধ্যে সেখান দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে কাঁটাবন, নীলক্ষেত মোড়, বকশীবাজার মোড়, পলাশী মোড়, চাঁনখারপুল, মৎস্য ভবন, হাইকোর্টের সামনেসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগের দিকে যাওয়ার সব রাস্তা বন্ধ হয়ে যায়। এর আশপাশের সব রাস্তায় সৃষ্টি হয় তীব্র যানজটের। অফিস শেষে মানুষ হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হয়েছেন। কারণ রাস্তায় কোন যানবাহন ছিল না। অনেক চালক জানান, তারা ভাংচুরের আশঙ্কায় অন্য রাস্তায় অবস্থান নিয়েছেন। চবিতেও আন্দোলন আপাতত স্থগিত ॥ চবি সংবাদদাতা জানান, কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারির দাবিতে করা আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা। ভৌগোলিক কারণ ও অন্যান্য কিছু সমস্যার কারণ দেখিয়ে সোমবার এই আন্দোলন স্থগিত করেছে তারা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ চবি শাখার প্রধান সমন্বয়ক মোঃ আরজু।
×