ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে আন্তর্জাতিক সম্মেলন শুরু আজ

প্রকাশিত: ০৫:৫৮, ১৫ মে ২০১৮

প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে আন্তর্জাতিক সম্মেলন শুরু আজ

বিশেষ প্রতিনিধি ॥ আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশে প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র্রে এটি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনটির উদ্বোধন করবেন। সোমবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া একথা বলেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব মোঃ শাহ্ কামাল, অধিদফতরের মহাপরিচালক রিয়াজ আহমদ, মিডিয়া কমিটির আহ্বায়ক অতিরিক্ত সচিব সত্যব্রত সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে মন্ত্রী বলেন, ১৫-১৭ মে বাংলাদেশে প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রতিবন্ধিতা বান্ধব দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক এডভাইজরি গ্রুপের আন্তর্জাতিক ফোকাল পয়েন্ট সায়মা হোসেন সম্মেলনে উপস্থিত থাকবেন। সেন্দাই ফ্রেমওয়ার্ক এর আলোকে বাংলাদেশই প্রথম প্রতিবন্ধিতাকে দুর্যোগের সঙ্গে সম্পৃক্ত করে ২০১৫ সালে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করে এবং ঢাকা ঘোষণা গ্রহণ করে। এটি পরে প্রথম আন্তর্জাতিক সম্মেলন হিসেবে স্বীকৃতি পায়। সায়মা হোসেনের আন্তরিক দিকনির্দেশনা, পৃষ্ঠপোষকতা ও অনুপ্রেরণায় এ সম্মেলন করা হচ্ছে। তিনি সকল বিষয়ে আমাদের পাশে থেকে সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে দেশী-বিদেশী ৩ হাজার প্রতিনিধি অংশগ্রহণ করবেন বলে আশা করছি। প্রতিদিনের সেশনে দেশ-বিদেশের ৯শ’ এর অধিক প্রতিনিধি অংশগ্রহণ করতে পারেন। ৩৩টি দেশের প্রায় ১১০ বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিদেশী প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করবেন। এর মধ্যে ২ জন মন্ত্রীও আছেন। সম্মেলনে দেশ-বিদেশের বিশেষজ্ঞ ও গবেষকদের প্রায় ৪০-৪৫টি প্রবন্ধ উপস্থাপিত হবে।
×