ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফেনী ও চট্টগ্রাম অংশে উন্নতি, চাপ বেড়েছে কুমিল্লা দাউদকান্দিতে

প্রকাশিত: ০৫:৫৫, ১৫ মে ২০১৮

ফেনী ও চট্টগ্রাম অংশে উন্নতি, চাপ বেড়েছে কুমিল্লা দাউদকান্দিতে

চট্টগ্রাম অফিস/মীর শাহ আলম, কুমিল্লা ॥ গত বৃহস্পতিবার রাত থেকে টানা ৪ দিনের অসহনীয় যানজটের পর পাঁচ দিনের মাথায় সোমবার দুপুর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী ও চট্টগ্রাম অংশে যানজটের মাত্রা বহুলাংশে সহনীয় পর্যায়ে এসেছে। আবার কোন কোন পয়েন্টে ঠায় দাঁড়ানো রয়েছে যানবাহন। পাশাপাশি কিছু পয়েন্টে ধীরগতিতে রয়েছে চলাচল। এদিকে চট্টগ্রাম ও ফেনী অংশে আটকে থাকা অতিরিক্ত যানবাহন ও ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী যানবাহনের চাপে কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা ও মেঘনা ব্রিজ এলাকায় যানজট তীব্র আকার ধারণ করেছে। সোমবার ভোর হতে মহাসড়কের কুমিল্লা অংশের দাউদকান্দি এলাকায় প্রায় ৩৫ কিলোমিটার যানজট ছড়িয়ে পড়ে। সোমবার মহাসড়কে বাস চলাচল করলেও যাত্রী ছিল নিতান্তই কম। তবে আজ মঙ্গলবার থেকে ফেনীর ফতেহপুর এলাকায় নির্মাণাধীন রেলওয়ে ওভারপাসের একটি লেন চলাচলের জন্য খুলে দেয়া হচ্ছে। এদিকে, মহাসড়কের চট্টগ্রাম অংশে যানজট পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় রেলওয়ে ওভারপাসের নির্মাণজনিত কারণে যানবাহন চলাচলের জন্য একটি রাস্তা খোলা রাখা হলেও বড় বড় খানাখন্দক সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে প্রায় অনুপযোগী হয়ে পড়ে। এছাড়া ফেনী শহরে প্রবেশপথে পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটিতেও সংস্কার কাজ চলায় যানবাহন চলাচল বন্ধই রয়েছে। গত বৃহস্পতিবার থেকে ৪ লেনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ মাত্রাতিরিক্ত হারে বেড়ে যায়। ফলে ৪ লেনের গাড়ি নির্মাণাধীন রেলওয়ের ওভারপাসের নিকট দিয়ে এক লেনে চলাচল করতে গিয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ফলে যানজট দক্ষিণে চট্টগ্রামের সীতাকু- এবং উত্তরে ফেনী ছাড়িয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার পর্যন্ত বিস্তৃতি লাভ করে। এতে গত ৪ দিন ধরে মহাসড়কে যানবাহন চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়। দুর্ভোগে পড়তে হয় হাজার হাজার যাত্রী ও পণ্য বোঝাই যানবাহন চালককে। সোমবার দুপুরে ফেনী জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মীর গোলাম ফারুক জানান, কিছু কিছু চালক মহাসড়কের ওপর গাড়ি দাঁড় করিয়ে ঘুমায়। সোমবার ভোর থেকে পুলিশ তাদেরকে ঘুম থেকে জাগিয়ে গন্তব্যে যেতে সহায়তা করে। দুপুর নাগাদ যানজট সহনীয় মাত্রায় পৌঁছে। ফেনী রেলওয়ে ওভারপাস নির্মাণসংশ্লিষ্টদের বরাত দিয়ে পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, মঙ্গলবার রেলওয়ে ওভারপাসের একটি লেন যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে। এতে যানজট তেমন থাকবে না। মহাসড়কের ফেনী ও চট্টগ্রাম অংশে যানজট কিছুটা সহনীয় মাত্রায় এলেও বেড়েছে কুমিল্লার দাউদকান্দি, মুন্সীগঞ্জের ভবেরচর অংশে। চৌদ্দগ্রামের দৌলবাড়ি গ্রামের মাদ্রাসা শিক্ষক মাওলানা আবদুল কাদের জানান, তিনি রবিবার রাত সাড়ে ৩টায় শ্যামলী পরিবহনের বাসে করে ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওয়ানা হন। পথে কাচপুর, মদনপুর, মোগরাপাড়া, ভবেরচর, মেঘনা ব্রিজ, দাউদকান্দি টোলপ্লাজা, গৌরীপুরসহ বেশ কয়েকটি স্থানে তীব্র যানজটের কবলে পড়ে ২ ঘণ্টার রাস্তা প্রায় সাড়ে ৭ ঘণ্টা পর সোমবার সকাল ১০টার দিকে তিনি কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে এসে পৌঁছেন। গাড়ির চালকদের অনেকে জানায়, দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় ওজন নিয়ন্ত্রণ স্কেলে ঢাকামুখী পণ্যবাহী পরিবহনের ওজন পরীক্ষার নামে চাঁদাবাজির কারণে ঢাকামুখী সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। বান্দরবান থেকে ঢাকাগামী কাঠ বহনকারী ট্রাকের চালক আলমগীর জানান, গত দুই দিন ফেনীতে যানজটে আটকে থেকে কুমিল্লা অংশে এসেও একই অবস্থা। সোমবার সকাল পর্যন্ত দাউদকান্দির রায়পুরে যানজটে আটকে আছি। দুপুর ২টার দিকে এশিয়া পরিবহনের চালক আবুল হোসেন জানান, ৪ ঘণ্টা দাউদকান্দির আমিরাবাদ যানজটে আটকে আছি। কখন ঢাকা গিয়ে পৌঁছব জানি না। বিকেল সাড়ে ৪টার দিকে হাইওয়ে পুলিশের কুমিল্লার দাউদকান্দি থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সড়কের দাউদকান্দি অংশে ৮ কিলোমিটার এবং মুন্সীগঞ্জের গজারিয়া-ভবেরচর অংশে ৯ কিলোমিটার যানজট রয়েছে। ফেনীর যানজটে আটকে থাকা অতিরিক্ত গাড়ির চাপে এ যানজট তৈরি হয় বলে তিনি দাবি করেন। এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম অংশে যান চলাচল পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক পর্যায়ে। সীতাকু- ও মীরসরাই থেকে সংবাদদাতারা জানান, সোমবার সকাল থেকে যানবাহন চলাচলে ব্যাপক উন্নতি হয়েছে। পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন পরিস্থিতির উন্নতির জন্য একদিন যানবাহন চলাচল বন্ধ রাখার যে ঘোষণা দিয়েছিল তা প্রত্যাহার করে নিয়েছে। অন্যান্য কর্মসূচীও বাতিল করা হয়েছে। চট্টগ্রাম বন্দর এবং খাতুনগঞ্জ থেকে আমদানির পণ্য বোঝাই বিভিন্ন যানবাহন চলাচল বৃদ্ধি পেয়েছে। আশা করা হচ্ছে আজ ফেনীর ফতেহপুর বাইপাস লেনটি খুলে দেয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হতে খুব বেশি সময় নেবে না।
×