ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভারতে পেঁয়াজের দাম ১২ রুপী

প্রকাশিত: ০৪:৫০, ১৫ মে ২০১৮

ভারতে পেঁয়াজের দাম ১২ রুপী

ভারতে আলুর দাম কিছুদিন ধরেই উর্ধমুখী। এবার পেঁয়াজের দামও চড়তে শুরু করেছে। গত দুই মাস ধরে পেঁয়াজের দাম অনেকটা কম ছিল। এখনও পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম পড়ছে সাড়ে ১২ রুপীর মতো। আর খুচরা বাজারে গিয়ে তা ঠেকছে আরও দুই-তিন রুপী বেশিতে। বাংলাদেশের বাজারে যখন পণ্যটির দর হাফ সেঞ্চুরির পথে, ঠিক সে সময়ে দাম বাড়ার এই খবর দিচ্ছে দেশটির সংবাদ মাধ্যম ‘বর্তমান’। ‘বর্তমান’ বলছে, এখন পেঁয়াজের দাম ১৬ রুপীর আশপাশে চলে এসেছে খুচরা বাজারে। রাজ্যে উৎপাদিত পেঁয়াজ কমে আসার কারণেই দাম বাড়ছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। আগামী জুন মাসের কিছুদিন পর্যন্ত রাজ্যের পেঁয়াজ থেকে যাবে বলে আশা করা হয়েছিল। কিন্তু কালবৈশাখীর জন্য জেলাগুলোতে ঘন ঘন বৃষ্টি হওয়ায় মজুদ পেঁয়াজের ক্ষতি হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×