ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামের ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল

প্রকাশিত: ০৪:৪৯, ১৫ মে ২০১৮

চট্টগ্রামের ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল

অর্থনৈতিক রিপোর্টার ॥ পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র দু’দিন বাকি। তবে গত কয়েক বছর ধরে চলে আসা ধারা ভেঙ্গে এবার চট্টগ্রামের ভোগপণ্যের বাজার অনেকটাই স্থিতিশীল থাকলেও চড়া হতে শুরু করেছে সব ধরনের সবজি ও মাছের দাম। অযুহাত হিসেবে বলা হচ্ছে বৃষ্টির কথা। এদিকে, রমজান মাস শুরুর এক সপ্তাহ আগ থেকে নগরীর বাজারগুলো মনিটরিং শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের মনিটরিং টিম। তারা নগরীর বাজারগুলোতে মূল্য তালিকা টাঙানো, পাইকারি ও খুচরা রসিদ সংরক্ষণ, ওজনে কারচুপির ওপর মনিটরিং করছেন। প্রাথমিকভাবে ব্যবসায়ীদের সতর্ক করে আসছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। প্রতিবছর শবে বরাতের পর প্রথম দশদিন অস্থির থাকে ছোলা ও ডালের বাজার। পাইকারি ও খুচরা বাজারে দফায় দফায় দাম বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ক্রেতারা। কিন্তু এবারের চিত্রটা একটু ভিন্ন। চট্টগ্রামের বিখ্যাত পাইকারি বাজার খাতুনগঞ্জে রবিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, চলতি বছরও আমদানি হয়েছে বিপুল পরিমাণ পণ্য। তাই অনেকটা স্থিতিশীল ভোগ্যপণ্যের বাজার। খাতুনগঞ্জে গত সপ্তাহে মান ভেদে ছোলা বিক্রি হয়েছিল প্রতিকেজি ৪৮৫০ টাকা দরে। গতকাল বিক্রি হয়েছে ৫১৫৭ টাকা। আর মিয়ানমারের উন্নতমানের ছোলা বিক্রি হচ্ছে ৬১৬৩ টাকা দরে। কিন্তু খুচরা বাজারে বর্তমানে ছোলা বিক্রি হচ্ছে ৬৫ টাকা থেকে ৭৫ টাকা দরে। এক সপ্তাহের ব্যবধানে ছোলার দাম প্রায় ৫ টাকা বেড়েছে। তবে হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম। পাশাপাশি আদার ঝাঁজও অনেকটাই বেড়েছে। চার দিনের ব্যবধানে প্রতিকেজি ৮০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৯৫ টাকা দরে। আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১১০ টাকা দরে। পাইকারি বাজারে চিনি বিক্রি হচ্ছে ৫১৫২ টাকা দরে। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫৫ টাকা দরে। এ বিষয়ে ব্যবসায়ীরা জানান, সারাবছর তারা এই মৌসুমটার অপেক্ষায় থাকেন। পাইকারি বাজারে গত এক সপ্তাহে ৪ থেকে ৫ টাকা দাম হয়ত বেড়েছে, তাবে তা একেবারে নগণ্য। খাতুনগঞ্জের জনতা ট্রেডার্সের ম্যানেজার ফিরোজ আলম বলেন, ‘রমজান মাসকে কেন্দ্র করে খাতুনগঞ্জের আমদানিকারকরা প্রচুর পরিমাণে ছোলা, ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, মটর ও খেজুরের মতো পণ্য আমদানি করেছেন। এখনও তিনদিন সেসব পণ্য গুদামজাত করা হচ্ছে। বর্তমানে এসব পণ্যের দাম পাইকারি বাজারে সহনীয় পর্যায়ে আছে।’ চাক্তাই খাতুনগঞ্জের আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সোলায়মান বাদশা বলেন, ‘গত বছরের তুলনায় বর্তমানে প্রায় সব নিত্যপণ্যের দাম কম রয়েছে।
×