ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পিপলস ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৪:৪৭, ১৫ মে ২০১৮

পিপলস ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের পিপলস ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.২০ টাকা। ৩১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫.৩১ টাকা। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১ আগস্ট, বেলা সাড়ে ১১টায়, স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, ঢাকাতে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ জুন। -অর্থনৈতিক রিপোর্টার ইসলামী ব্যাংকের ইপিএস কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৬ পয়সা। এর আগের বছর যা একই সময় ছিল ৬৫ পয়সা (রিস্টেটেড)। আর এককভাবে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ পয়সা। এর আগের বছর যা একই সময় ছিল ৪৭ পয়সা (রিস্টেটেড)। আর সমন্বিত শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩১ টাকা ৮৩ পয়সা। এককভাবে এনএভি হয়েছে ৩১ টাকা ৭১ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×