ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে টানা নয় দিন সূচকের পতন

প্রকাশিত: ০৪:৪৭, ১৫ মে ২০১৮

পুঁজিবাজারে টানা নয় দিন সূচকের পতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের শেয়ারবাজারের পতন অব্যাহত রয়েছে। সোমবারও উভয় শেয়ারবাজারে পতন হয়েছে। এই নিয়ে টানা নয় দিন পতনের কবলে শেয়ারবাজারে। টানা এই পতনের কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৫৫ পয়েন্ট। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সকালে শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৫৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে ১২৯৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক দশমিক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০৭৫ পয়েন্টে। এদিন ডিএসইতে ৩৩০ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪৮ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৩৭৮ কোটি টাকার। ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৩৪টির, কমেছে ১৩৫টির ও অপরিবর্তিত রয়েছে ৭০টির দর। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো ॥ ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইউনাইটেড পাওয়ার, ড্রাগন সোয়েটার, বেক্সিমকো, ব্র্যাক ব্যাংক, বিএসআরএম লিমিটেড, উসমানিয়া গ্লাস, বিবিএস কেবল, গ্রামীণ ফোন ও মিরাকল ইন্ডাস্ট্রিজ। অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ১৪৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ৪, সিএসসিএক্স ৩১ ও সিএসআই ৪ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৮টির, কমেছে ১১২টির ও অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর। সিএসইতে ১৭ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে মাত্র ২০ লাখ টাকা কম। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো ॥ ড্রাগন সোয়েটার, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বেক্সিমকো, ইউনাইটেড পাওয়ার, লঙ্কাবাংলা ফাইনান্স, বিএসআরএম লিমিটেড, বিবিএস কেবল, আরডি ফুড, ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক।
×