ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন রাবির অধ্যাপক জান্নাতুল ফেরদৌস

প্রকাশিত: ০৪:৪৬, ১৫ মে ২০১৮

উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন রাবির অধ্যাপক জান্নাতুল ফেরদৌস

রাবি সংবাদদাতা ॥ শরীয়তপুরের বেসরকারী জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। রাষ্ট্রপতি ও আচার্য আব্দুল হামিদের আদেশে আগামী চার বছরের জন্য তাকে নিয়োগ দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব জিন্নাত রেহানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন ২০১০-এর ৩১ (১) ধারায় রাবির সমাজকর্ম বিভাগের অধ্যাপক জান্নাতুল ফেরদৌসকে আগামী চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ প্রদানে রাষ্ট্রপতি ও আচার্য আব্দুল হামিদ সম্মতি প্রদান করেছেন।
×