ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শুভ রহমান

প্রকাশিত: ০৪:৪৫, ১৫ মে ২০১৮

চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শুভ রহমান

স্টাফ রিপোর্টার ॥ সহকর্মী সাংবাদিক আর সহযাত্রী সংস্কৃতিজনদের ভালবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন সাংবাদিক ও সংস্কৃতিমনা শুভ রহমান। সোমবার জাতীয় প্রেসক্লাবে শ্রদ্ধা নিবেদন শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয় শুভ রহমানকে। রবিবার রাতে মালিবাগ এলাকার নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন গুণী এই সাংবাদিক। সোমবার সকালে শুভ রহমানের বাসভবন সংলগ্ন মালিবাগের চৌধুরীপাড়ায় মাটির মসজিদে প্রথম দফা জানাজা শেষে তার মরদেহ নিয়ে আসা হয় জাতীয় প্রেসক্লাবে। সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাদের শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে আরেক দফা জানাজা অনুষ্ঠিত হয়। শুভ রহমানের মরদেহে জাতীয় প্রেসক্লাবের পক্ষে শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) পক্ষে সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, উদীচী শিল্পীগোষ্ঠী ও জাতীয় নবোন্নৎসব উদ্্যাপন পর্ষদ। ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানান সাংবাদিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী এবং বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ। শ্রদ্ধা নিবেদন শেষে কামাল লোহানী বলেন, প্রগতিশীল রাজনীতি চর্চার পাশাপাশি শুভ রহমান সাহিত্য-সংস্কৃতির আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করেছেন। নিজের লেখালেখি, সাংবাদিকতা এসব কিছুর মধ্য দিয়ে আমরা সে পরিচয় পাই। শুভ জীবনভর সমাজ-সংস্কৃতির সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল আলম বলেন, তিনি শুধু একজন সাংবাদিক ছিলেন না, তিনি মনেপ্রাণে মুক্তচিন্তার এক মানুষ ছিলেন।
×