ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তুু’কে নিয়ে অপেরা

প্রকাশিত: ০৪:৪৩, ১৫ মে ২০১৮

তুু’কে নিয়ে অপেরা

চীনের বেজিংয়ে ন্যাশনাল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে রবিবার দেশটির প্রথম নোবেল বিজয়ী তুু ইউইউকে নিয়ে একটি অপেরার আয়োজন করা হয়ছে। তু একজন চিকিৎসা বিজ্ঞানী, চিকিৎসা রসায়নবিদ এবং প্রশিক্ষক, যিনি আরটেমিসিনিন থেকে এমন এক পদার্থ বের করে এনেছেন যা ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহার করে লাখ লাখ জীবন বাঁচিয়েছেন। তার কাজের জন্য তু ২০১৫ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। -এএফপি সেহ্রি পৌঁছে দেবে ড্রোন এ বছর ঘরে ঘরে সেহ্রি পৌঁছে দেয়ার ব্যবস্থা গ্রহণ করেছে সংযুক্ত আরব আমিরাত। ড্রোনের মাধ্যমে তারা দুবাই শহরে রোজাদারদের কাছে পৌঁছে দেবে সেহ্রি। দুবাইয়ের কমিউনিটি ডেভেলপমেন্ট অথরিটি জানিয়েছে, তারা মসজিদ ও এর আশপাশের এলাকায় ড্রোনের মাধ্যমে সেহ্রি পৌঁছে দেবে। এ কাজে সহায়তা করতে সদা প্রস্তুত থাকবেন সাত শ’ স্বেচ্ছাসেবী। এই ড্রোনের নক্সা করছেন খালফান ওবায়েদ। এক একটি ড্রোনে আটটি করে ব্যাটারি থাকবে।-বিবিসি
×