ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

(পূর্ব প্রকাশের পর)

বিসিএস কর্নার

প্রকাশিত: ০৭:০৩, ১৪ মে ২০১৮

বিসিএস কর্নার

৩৪. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি? ক) পরিষ্কার খ) ষড়ানন গ) সংস্কার ঘ) আশ্চর্য সঠিক উত্তর: (ঘ) ৩৫. ‘লবণ’ শব্দটির সন্ধিবিচ্ছেদ - ক) লো + অন খ) লব + ন গ) লব + অন ঘ) লো + বন সঠিক উত্তর: (ক) ৩৬. সন্ধির প্রধান সুবিধা কী? ক) পড়ার সুবিধা খ) লেখার সুবিধা গ) উচ্চারণের সুবিধা ঘ) শোনার সুবিধা সঠিক উত্তর: (গ) ৩৭. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? ক) বাক্ + দান = বাকদান খ) উৎ + ছেদ = উচ্ছেদ গ) পর + পর = পরস্পর ঘ) সম্ + সার = সংসার সঠিক উত্তর: (গ) ৩৮. বিসর্গকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ সঠিক উত্তর: (ক) ৩৯. ত্/দ্ এর পর চ্/ছ্ থাকলে ত্/দ্ এর স্থানে ‘চ্’ হয়। এর উদাহরণ কোনটি? ক) সজ্জন খ) সচ্ছাত্র গ) উচ্ছ্বাস ঘ) বিচ্ছিন্ন সঠিক উত্তর: (খ) ৪০. ‘বৃষ্টি’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি? ক) বৃস + টি খ) বৃশ + টি গ) বৃষ্ + তি ঘ) বৃষ + টি সঠিক উত্তর: (গ) ৪১. ‘প্রত্যূষ’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ক) প্রত্য + উষ খ) প্রত্য + ঊষ গ) প্রতি + উষ ঘ) প্রতি + ঊষ সঠিক উত্তর: (ঘ) ৪২. ‘অ-কারের পর ঔ-কার থাকলে উভয়ে মিলে ঔ-কার হয়’ - এর উদাহরণ কোনটি? ক) মহৌষধ খ) বনৌষধি গ) পরমৌষধ ঘ) পরমৌষধি সঠিক উত্তর: (গ) ৪৩. স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে কী সন্ধি বলে? ক) নিপাতনে সিদ্ধ সন্ধি খ) স্বরসন্ধি গ) বিসর্গ সন্ধি ঘ) ব্যঞ্জনসন্ধি সঠিক উত্তর: (খ) ৪৪. মূর্ধ্য শিষ ধ্বনি ‘ষ’ এর পর অঘোষ মহাপ্রাণ ‘থ’ ধ্বনি থাকলে উভয়ে মিলে কী হয়? ক) ল্ম খ) ষ্ঠ গ) ষ্ট ঘ) ঞ সঠিক উত্তর: (খ) ৪৫. সন্ধির প্রধান উদ্দেশ্য - ক) স্বাভাবিক উচ্চারণে সহজসাধ্য খ) উচ্চারণের দ্রুততা গ) আঞ্চলিক ভাষার মাধুর্য রক্ষা ঘ) স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের মিলন সঠিক উত্তর: (ক) ৪৬. প্রকৃত বাংলা ব্যঞ্জনসন্ধি কোন নিয়মে হয়ে থাকে? ক) বিষমীভবন খ) সমীভবন গ) অসমীকরণ ঘ) স্বরসংগতি সঠিক উত্তর: (খ) ৪৭. ম্ এর পরে যেকোনো বর্গীয় ধ্বনি থাকলে ম্ ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়। এর উদাহরণ কোনটি? ক) যজ্ঞ খ) তন্মধ্যে গ) সঞ্চয় ঘ) রাজ্ঞী সঠিক উত্তর: (গ) ৪৮. অ-কার কিংবা আ-কারের পর ঋ-কার থাকলে উভয় মিলে কী হয়? ক) এর খ) আর গ) র ঘ) অর সঠিক উত্তর: (ঘ) চলবে...
×