ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈদ-উল-ফিতরের দুই নাটকে তৌসিফ সাফা-জনি

প্রকাশিত: ০৬:৫১, ১৪ মে ২০১৮

ঈদ-উল-ফিতরের  দুই নাটকে তৌসিফ সাফা-জনি

স্টফ রিপোর্টার ॥ স্বাধীন ফুয়াদের পরিচালনায় সম্প্রতি ঢাকার উত্তরার স্বপ্নীল হাউসে নির্মাণ হলো ঈদ-উল-ফিতরের দুইটি বিশেষ নাটক ‘রাত পাখির ডাক’ এবং ‘প্রাকটিক্যাল জোকস্’। নাটক দুটিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সাফা কবির, এসএন জনি, কিনা রহমান, রেশমী প্রমুখ। রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। প্রযোজনায় আরএস প্রোডাকশন। আসছে ঈদে নাটক দুইটি আলাদাভাবে দুটি বেসরকারী চ্যানেলে প্রচার হবে বলে পরিচালক জানিয়েছেন। আমাদের জীবনের খুব চেনাজানা গল্প নিয়ে নাটক দুটি নির্মাণ করা হয়েছে। দর্শকরা এই নাটকগুলোতে নিজেকে, নিজের পরিবারকে এবং সেই সঙ্গে কাছের মানুষগুলোকেও খুঁজে পাবেন। রাত পাখির ডাক নাটকটি নির্মাণ হয়েছে একটি পরিাবারের মায়া এবং ভালবাসার গল্প নিয়ে। হঠাৎ কেউ একজন পরিবারের মধ্যে প্রবেশ করলে কেউ কেউ তাকে মেনে নিতে পারে না আবার কেউ কেউ ভালবাসে। কোন একটা সময়ে ভালবাসাগুলো মায়া হয়ে আবেগী হয়ে ওঠে। সুখ দুঃখ কষ্টগুলো যেন ভাগাভাগি হয়ে যায়। আবার দূরে চলে গেলে অনুভব বাড়ে। ভাল না লাগার বিষয়গুলোও ভাল লাগতে শুরু করে। দর্শকদেরও একইভাবে মনে নাড়া দেয়ার মতো একটি গল্প তেমনটাই মন্তব্য করেছেন পরিচালক স্বাধীন ফুয়াদ। অন্য গল্পটিও একটি পরিবারকে কেন্দ্র করে। যেখানে আছে আদেশ উপদেশ অনুরোধ অহমকিা ক্ষোভ কষ্ট মায়া মমতা আর ভালবাসা। প্রাকটিক্যাল জোকস্ নাটকটি নিজের অহমকিা মুছে ভালবাসা সৃষ্টির একটি গল্প। অহমিকা যখন আমাদের পেয়ে বসে তখন নিজের মানুষগুলোর কষ্টগুলো ভাললাগাগুলো তাচ্ছিল্য হয়ে পড়ে। ভুল এবং ভ্রান্ত ধারণা নিয়ে পড়ে থাকা এবং নিজের কাছে নিজেকে বড় ভেবে নিজের মানুষকেই কষ্ট দেই আমরা অনেকেই। আর যখন কাছের মানুষটার ভাললাগাকে বুঝতে পারি তখন সেই মিথ্যে অহমিকাগুলো বিলিন হয়ে যায়। বেড়ে যায় যতœ, বাড়ে ভালবাসা। যতœ করেই নাটকটির প্রতিটি দৃশ্য ধারণ করার চেষ্টা করেছেন স্বাধীন ফুয়াদ। পুরো ইউনিটের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পরিচালক। প্রত্যেকেই দিন-রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। লাইট এবং ক্যামেরা ক্রু একটি মুহূর্ত সময়ের অপব্যবহার করেনি। অভিনেতা অভিনেত্রী তাদের নিজ চরিত্র ফুটিয়ে তুলতে যথাসাধ্য চেষ্টা করেছেন। এবারের ঈদ-উল-ফিতরে নাটক দুটি দর্শক প্রিয়তা হবে বলে এমনটাই আশা ব্যক্ত করেছেন স্বাধীন ফুয়াদ। নাটকটির চিত্রগ্রহণে ছিলেন কবির হোসেন সোহেল। সহকারী পরিচালক রিফাত আহমেদ। সম্পাদনা হাসান ফুয়াদ। কারিগরি সহযোগিতা ফু-স্বা এ্যান্টারটেইনমেন্ট। রূপসজ্জায় রিমান। আলোক নির্দেশনায় ইমন।
×