ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রবীন্দ্রজয়ন্তীতে ‘রাজশাহী বেতার শিল্পী সংস্থা সম্মাননা’ পেলেন কামাল আহমেদ

প্রকাশিত: ০৬:৫০, ১৪ মে ২০১৮

রবীন্দ্রজয়ন্তীতে ‘রাজশাহী বেতার শিল্পী সংস্থা সম্মাননা’ পেলেন কামাল আহমেদ

স্টাফ রিপোর্টার ॥ সঙ্গীত শিল্পী ও বাংলাদেশ বেতারের বহির্বিশ্ব কার্যক্রমের পরিচালক কামাল আহমেদ ‘রাজশাহী বেতার শিল্পী সংস্থা সম্মাননা’ লাভ করেছেন। গত ২৫ শে বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ রবীন্দ্রজয়ন্তীতে রাজশাহী নগরীর নানকিং দরবার হলে তিনি এ সম্মাননা গ্রহণ করেন। শিল্পীকে এ সম্মাননা সনদ তুলে দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও অনুষ্ঠানের প্রধান অতিথি ড. আনন্দ কুমার সাহা। শিল্পীর হাতে সম্মাননা স্মারক প্রদান করেন রাজশাহী বেতার শিল্পী সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক ও একুশে পদক প্রাপ্ত প-িত অমরেশ রায় চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বাধীনতা পদক প্রাপ্ত নৃত্যগুরু বজলুর রহমান বাদল, সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিনাতুন নেছা তালুকদার, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের আঞ্চলিক পরিচালক তৌহিদা চৌধুরী ও বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক মোঃ হাসান আখতার। সম্মাননা সনদ ও স্মারক গ্রহণের পর ‘আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসী’ শিরোনামে শিল্পীর কণ্ঠে একক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। হলভর্তি দর্শকদের পিনপতন নীরবতায় শিল্পী একে একে ১২টি গান গেয়ে শোনান। শিল্পী পরিবেশিত উল্লেখযোগ্য গান ছিল - ‘হে নূতন দেখা দিক আরবার’, ‘আসা যাওয়ার পথের ধারে’, ‘আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ’, ‘আমার পরান যাহা চায়’, ‘মনে কি দ্বিধা রেখে গেলে চলে’, ‘ভরা থাক স্মৃতিসুধায়’, ‘আকাশ ভরা সূর্যতারা’ ও ‘আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসী’। এর মধ্যে অনুরোধের গান ছিল বেহাগ রাগে নিবদ্ধ ‘মেঘ বলেছে যাব যাব’। শ্রোতারা মুগ্ধ হয়ে কামাল আহমেদের পরিবেশনা উপভোগ করেন। রবীন্দ্র সঙ্গীতের সুর, তাল ও লয়ে শিল্পী সৃষ্টি করেন ভিন্ন এক আবহ। নিবিড় সন্ধ্যায় মনোমুগ্ধকর হয়ে উঠে শিল্পীর একের পর এক পরিবেশনা। শিল্পীর হৃদয়গ্রাহী পরিবেশনায় মুগ্ধ হয়ে সঙ্গীত সন্ধ্যার পর রাজশাহী অঞ্চলের মুক্তিযোদ্ধারা শিল্পীকে পুষ্পমাল্য প্রদান করেন। উপরন্ত, শিল্পীর সাবলীল পরিবেশনার পর প্রতিক্রিয়া ব্যক্ত করেন সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য অধ্যাপক জিনাতুন নেছা তালুকদার, রাজশাহী বেতার শিল্পী সংসদের সভাপতি অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক এবং রাজশাহী বেতারের আঞ্চলিক পরিচালক তৌহিদা চৌধুরী। বাংলাদেশ বেতারের বহির্বিশ্ব কার্যক্রমের পরিচালক কামাল আহমেদ ইতোমধ্যে সঙ্গীতাঙ্গনে তার মেধা ও চর্চার প্রভাব রেখে চলছেন। তিনি শুদ্ধ রবীন্দ্র সঙ্গীত চর্চার অগ্রপথিক। রবীন্দ্র সঙ্গীতকে তিনি মিলিয়েছেন তার যাপিত জীবনের সঙ্গে। তাই তো রবীন্দ্রনাথকে নিয়ে তিনি দৃপ্তপদে এগিয়ে যাচ্ছেন। দেশ ছাড়িয়ে দেশের বাইরেও তিনি ছড়িয়ে দিচ্ছেন তার শিল্পী সত্তার দ্যুতি।
×