ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তিন গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রকাশিত: ০৬:৪৪, ১৪ মে ২০১৮

 তিন গরু ব্যবসায়ীকে  ধরে নিয়ে গেছে  বিএসএফ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৩ মে ॥ অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে বালিয়াডাঙ্গী উপজেলার পড়িয়া সীমান্ত থেকে রবিবার ভোরে বাংলাদেশী তিন গরু ব্যবসায়ীকে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি জানায়, ওই উপজেলার তারানজুবাড়ি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শাহ আলম, হরিণমারি নয়াবস্তি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আবু সাঈদ, নয়াবাড়ি গ্রামের তফারুল ইসলামের ছেলে পবারুল হোসেনসহ আরও বেশ কয়েক গরু ব্যবসায়ী পড়িয়া সীমান্তের ৩৮৫ পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের ১৭১ সাত ভিটা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে এবং উল্লেখিত তিনজনকে আটকের পর ধরে নিয়ে যায় অন্যরা পালিয়ে আসে। এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হোসেন জানান, তারা তিন জনই গরু ব্যবসায়ী। যেহেতু তারা আমাদের বাংলাদেশী নাগরিক সেহেতু তাদের ফেরত চেয়ে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দেয়া হয়েছে।
×