ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কিশোরগঞ্জে পাগলা মসজিদের বস্তাভর্তি টাকা উদ্ধার

প্রকাশিত: ০৬:৪১, ১৪ মে ২০১৮

কিশোরগঞ্জে পাগলা  মসজিদের  বস্তাভর্তি  টাকা উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৩ মে ॥ ঐতিহাসিক পাগলা মসজিদের সিন্দুকের টাকা চুরির চেষ্টা চালানো হয়েছে। কিন্তু চুরি করা বস্তাভর্তি টাকা নিয়ে পালাতে পারেনি চোর। বরং বস্তাভর্তি টাকা রেখেই নদীতে ঝাঁপ দিয়ে কোন রকমে পালাতে পেরেছে ওই চোর। রবিবার সকালে বস্তাভর্তি সেই টাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে রূপালী ব্যাংকের কর্মকর্তাগণের উপস্থিতিতে মসজিদ সংশ্লিষ্টরা টাকা গণনার কাজ করেন। গণনা করে সেখানে মোট ৮ লাখ ৪ হাজার ৯৮১ টাকা পাওয়া যায়। কিশোরগঞ্জ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, শনিবার রাত পৌনে ২টায় পাগলা মসজিদের মালখানার গ্রিল কেটে সেখানে হানা দেয় এক মুখোশধারী চোর। দান সিন্দুকের দু’টি তালা কেটে চোর সিন্দুকে জমা পড়া টাকা ও স্বর্ণালঙ্কার একটি বড় ব্যাগে করে নিয়ে পালিয়ে যাচ্ছিল। এ সময় মসজিদের দুইজন নৈশপ্রহরী তাকে ধাওয়া করে। চোর একজন প্রহরীকে লোহার শিক দিয়ে আঘাত করে জখম করে। এ সময় অপর নৈশপ্রহরী চোরকে ধাওয়া করতে থাকে। এক পর্যায়ে চোর টাকার ব্যাগ, লোহার শিক, কার্টার এগুলো মসজিদসংলগ্ন নরসুন্দা নদীতে ফেলে পালিয়ে যায়। পরে রবিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে রূপালী ব্যাংকের কর্মকর্তাগণের উপস্থিতিতে মসজিদসংশ্লিষ্টরা টাকা গণনার কাজ করেন। গণনা করে সেখানে মোট ৮ লাখ ৪ হাজার ৯৮১ টাকা পাওয়া যায়। এগুলো পরে রূপালী ব্যাংকে জমা রাখা হয়।
×