ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে চার নারী জেএমবির কারাদন্ড

প্রকাশিত: ০৬:৩৯, ১৪ মে ২০১৮

সিরাজগঞ্জে চার নারী  জেএমবির  কারাদন্ড

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ চার নারী জেএমবি সদস্যকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় প্রত্যেককে ৫ বছর করে কারাদ-াদেশ দিয়েছে আদালত। রবিবার দুপুরে সিরাজগঞ্জ বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফাহমিদা কাদের এ আদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলো, সলঙ্গা থানার বাদুলাপুর গ্রামের মাহবুবুর রহমানের স্ত্রী নাদিরা তাবাসসুম রানী (৩২), বগুড়া জেলার শাহজাহানপুর থানার ক্ষুদ্র ফুলকোট গ্রামের খালিদ হাসানের স্ত্রী হাবিবা আক্তার মিশু (২০), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বোচাগঞ্জ গ্রামের শাহারুল ইসলাম সর্দার ওরফে মামুনের স্ত্রী রুমানা বেগম (২১) ও বগুড়ার শাহজানপুর উপজেলার পরাণবাড়ীয়া গ্রামের সুমন আহম্মেদ বিজয়ের স্ত্রী রুমানা আক্তার রুমা (২৩)। ২০১৬ সালের ২৩ জুলাই রাত ৩টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুর উত্তরপাড়া মহল্লা থেকে গোয়েন্দা পুলিশ তাদের আটক করেছিল। উল্লেখ্য, ২০১৬ সালের ২৩ জুলাই রাত ৩টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুর উত্তরপাড়া মহলার হুকুম আলীর ভাড়া দেয়া বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় ছয়টি তাজা ককটেল, গ্রেনেড তৈরির বিভিন্ন উপকরণ, ১০টি ছোট সার্কিট বোর্ড, লোহার তৈরি গ্রেনেডের টি বডি ও ৭৮ পৃষ্ঠার নয়টি জিহাদী বইসহ ওই চার নারী জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়।
×