ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইসিসির এ্যাকশন সন্দেহের প্রক্রিয়া নিয়েই ‘সন্দেহ’ হাফিজের

প্রকাশিত: ০৫:৫৮, ১৪ মে ২০১৮

আইসিসির এ্যাকশন সন্দেহের প্রক্রিয়া নিয়েই ‘সন্দেহ’ হাফিজের

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেটে সাংগঠনিকভাবে দুর্বল দেশগুলোর ক্রিকেটাররাই বেশি বোলিং এ্যাকশন সন্দেহের মুখে পড়ছেন, এমন অভিযোগ অনেক পুরনো। এবার আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির এ্যাকশন সন্দেহের প্রক্রিয়াকেই ‘সন্দেহজনক’ বলে অভিহিত করলেন পাকিস্তান তারকা অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। অবৈধ বোলিং এ্যাকশন নির্ধারণের প্রক্রিয়া কতটা বৈধ, সেই প্রশ্নই মোহাম্মদ হাফিজের। তিন-তিনবার অবৈধ এ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়ে মুক্তি পাওয়া পাকিস্তনী এবার রীতিমতো ধুয়ে দিয়েছেন আইসিসির এই কার্যপ্রক্রিয়াকে। তার দাবি, এই প্রক্রিয়ায় নির্দিষ্ট কয়েকজন বোলারের ওপরেই ক্ষোভ ঝাড়া হচ্ছে। বিবিসি উর্দকে দেয়া এক সাক্ষাতকারে হাফিজ সরাসরিই আঙ্গুল তুলেছেন প্রভাবশালী কয়েকটি বোর্ডের দিকে। যাদের খুশি রাখতে আইসিসি কাজ করে যাচ্ছে বলে মনে করছেন তিনি, ‘অনেক বিষয় এই জায়গায় প্রভাব ফেলে (সন্দেহজনক এ্যাকশনে অভিযুক্ত করার ক্ষেত্রে)। কিছু শক্তিশালী বোর্ডের প্রভাব রয়েছে, যাদের কেউ ঘাঁটাতে চায় না। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের জন্য একটু নমনীয়তা এবং সম্পর্ক নষ্ট না করার একটা প্রবণতা রয়েছে। আমি জানতে চাই, কেন বিশ্বের সব বোলারকে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে (বোলিং এ্যাকশন পরীক্ষা) নেয়া হচ্ছে না? এটা আর এমন কি কঠিন কাজ?’ গত বছরের অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে হাফিজের এ্যাকশন নিয়ে তৃতীয়বারের মতো প্রশ্ন তোলেন আম্পায়াররা। এরপর এ্যাকশন শুধরে ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয় পরীক্ষাগারে নিজেকে শুদ্ধ প্রমাণ করেন তিনি। পাকিস্তানী অফস্পিনার জানিয়েছেন, এবার বোলিং এ্যাকশন নিয়ে এবার সন্দেহ হওয়ার পর পরীক্ষাগারে দেখা গেছে, তার কনুই অনুমোদিত ১৫ ডিগ্রী থেকে খুব সামান্যই বেশি ভাঙ্গছে, যেটা খালি চোখে ধরা পড়ার কথা না। এই জায়গাটাতেই সন্দেহ হাফিজের। মাঠের আম্পায়াররা কিভাবে এত সূক্ষ্ম ব্যাপার খেয়াল করেছেন, প্রশ্ন তুলেছেন তিনি, ‘যখন ম্যাচ আম্পায়াররা আমাকে বললেন (সন্দেহজনক এ্যাকশনের জন্য), আমি পরীক্ষাগারে গিয়ে দেখলাম ১৬, ১৭ বা ১৮ ডিগ্রী কনুই ভাঙ্গছে।
×