ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

যুক্তরাষ্ট্রে দুটি টি২০ ম্যাচ খেলবে বাংলাদেশ

প্রকাশিত: ০৫:৫৮, ১৪ মে ২০১৮

যুক্তরাষ্ট্রে দুটি টি২০ ম্যাচ খেলবে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ জুলাই-আগস্টে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজ অনুষ্ঠিত হবে। সিরিজটি ওয়েস্ট ইন্ডিজে হবে। তবে সিরিজের শেষ দুটি টি২০ ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে। ফ্লোরিডার লোডারহিলের সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওন্যাল পার্কে হবে শেষ দুটি টি২০ ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি২০ ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। সূচী এখনও পুরোপুরি চূড়ান্ত নয়। তবে আগস্টের ৪ ও ৫ তারিখে ফ্লোরিডায় দুটি টি২০ হবে বলে ইএসপিএন-ক্রিকইনফো জানিয়েছে। সিরিজের প্রথম টি২০ গড়াবে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসে। বাকি টেস্ট, ওয়ানডে ম্যাচগুলো ওয়েস্ট ইন্ডিজেই হবে। সিরিজটি গত মার্চেই হওয়ার কথা ছিল। ফ্লোরিডায় যে দুটি ম্যাচ হবে সেটিও জানিয়ে রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। কিন্তু বিশ্বকাপের বাছাইপর্ব খেলায় সিরিজের সূচী পরিবর্তন হয়েছে। প্রথমে পাকিস্তানের সঙ্গে ফ্লোরিডায় খেলবে ধারণা করা হয়েছিল। কিন্তু এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের করাচীতে একটি টি২০ সিরিজে অংশ নিয়েছে। ফিরতি সিরিজ খেলতে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজে এলে দুই-একটি ম্যাচ ফ্লোরিডায় হতে পারে। তবে বাংলাদেশের বিপক্ষে ফ্লোরিডায় খেলা নিশ্চিত হয়ে গেছে। স্টেডিয়ামের অফিসিয়ালরাই জানিয়েছেন, দুটি টি২০ ম্যাচের জন্য ৪ ও ৫ আগস্ট সংরক্ষিত রেখেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এই নিয়ে তৃতীয়বারের মতো ফ্লোরিডায় কোন দলকে আতিথ্য দেবে ওয়েস্ট ইন্ডিজ। ২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এখানে খেলেছে ক্যারিবীয়রা। তারপর ২০১৬ সালের আগস্টে ফ্লোরিডায় ভারতের মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ফ্লোরিডা স্টেডিয়ামের এক কর্মকর্তা ক্রিকইনফোকে জানান, এ বছরের শুরুতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডবিউআই) ম্যাচ খেলার জন্য স্টেডিয়ামটি রিজার্ভ করেছিল। কিন্তু তিনি ভেবেছিলেন সিরিজটি হবে পাকিস্তানের বিপক্ষে। কেননা করাচীতে ক্যারিবীয়রা খেলার পর ফিরতি সিরিজ এখানে অনুষ্ঠিত হতে পারে এমন ধারণা ছিল। কিন্তু ইতোমধ্যে জুলাইতে ওয়েস্ট ইন্ডিজ সফর নিশ্চিত করেছে বাংলাদেশ। যেখানে খেলা হবে দুটি টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজ। লোডারহিল স্টেডিয়ামের এক কর্মকর্তা জানান, সিডবিউআই আগস্টের ৪ ও ৫ তারিখ টি২০ খেলার জন্য রিজার্ভ করেছে। এটি ৮ আগস্ট ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) শুরু হওয়ার কিছুদিন আগেই। যেখানে সিপিএলের দল জ্যামাইকা তালাওয়াসের তিনটি ম্যাচও রয়েছে এই স্টেডিয়ামে। বাংলাদেশ দল দুটি টি২০ খেলার পরই সিপিএলের ম্যাচ হবে ফ্লোরিডায়। তা চূড়ান্ত হয়ে গেছে।
×