ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রোনাল্ডোকে ছাড়াই রিয়াল মাদ্রিদের হাফ ডজন গোল

প্রকাশিত: ০৫:৫৬, ১৪ মে ২০১৮

রোনাল্ডোকে ছাড়াই রিয়াল মাদ্রিদের হাফ ডজন গোল

স্পোর্টস রিপোর্টার ॥ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়াই স্প্যানিশ লা লিগায় গোলোৎসব করেছে রিয়াল মাদ্রিদ। আগের ম্যাচে সেভিয়ার কাছে হারা গ্যালাক্টিকোরা এবার অতিথি সেল্টা ভিগোকে হারিয়েয়েছে ৬-০ গোলে। শনিবার রাতে সান্টিয়াগো বার্নাব্যুতে রিয়ালের হয়ে জোড়া গোল করেন ওয়েলস তারকা গ্যারেথ বেল। একটি করে গোল করেন ইস্কো, হাকিমি ও টনি ক্রুস। অপর গোলটি আসে গোমেজের আত্মঘাতীর সৌজন্যে। আরেক ম্যাচে মিডফিল্ডার কোকের করা একমাত্র গোলে এ্যাটলেটিকো মাদ্রিদ ১-০ গোলে হারিয়েছে গেটাফেকে। এই জয়ে বুধবার রাতে ইউরোপা লীগের ফাইনালের প্রস্তুতি সেরেছে দিয়াগো সিমিওনের দল। ম্যাচে এ্যাটলেটিকোর জয়ের নায়ক গোলরক্ষক জন ওবলাক। ম্যাচের শেষদিকে প্রতিপক্ষের পেনাল্টি রুখে দিয়ে দলকে উজ্জীবিত করা জয় উপহর দেন তিনি। এই জয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান ধরে রেখেছে এ্যাটলেটিকো। আর ৭৫ পয়েন্ট নিয়ে আগের তিন নম্বরেই আছে শিরোপা খোয়ানো রিয়াল। লা লিগায় এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনার বিরুদ্ধে ম্যাচে গোল করার সময় পায়ে চোট পান রোনাল্ডো। আঘাত গুরুতর না হলেও দলের সেরা তারকাকে বিশ্রামে রেখেছেন কোচ জিনেদিন জিদান। কারণ একটাইÑ ২৬ মে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল। লিভারপুলের বিরুদ্ধে মহারণের আগে রিয়াল বস দলকে ঝালিয়ে নিচ্ছেন। যে কারণে তিনি দলের সেরা একাদশের বেশিরভাগ ফুটবলারকে বাইরে রাখছেন। নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ সেল্টার দুর্গে প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে স্বাগতিক রিয়াল। সফলতা আসে দশ মিনিট পেরিয়ে যাওয়ার পর। ১৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন বেল। ৩০ মিনিটি আবারও গোল পায় গ্যালাক্টিকোরা। এবারও লক্ষ্যভেদ করেন ওয়েলস অধিনায়ক। দুই মিনিট বাদেই তৃতীয় গোল আদায় করে নেয় জিদানের শিষ্যরা। এবার গোলটি করেন স্পেনের তারকা মিডফিল্ডার ইস্কো। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় চ্যাম্পিয়ন্স লীগের হ্যাটট্রিক শিরোপার সন্ধানে থাকা রিয়াল। বিরতির পরও আধিপত্য ধরে রেখে খেলতে থাকে স্বাগতিকরা। ৫২ মিনিটে রিয়ালের হয়ে চার নম্বর গোলটি করেন হাকিমি। চার গোলে পিছিয়ে পড়া সেল্টার তখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। এর মধ্যে মড়ার উপর খাড়ার ঘা হিসেবে আত্মঘাতী গোল হজম করে অতিথিরা। ৭৪ মিনিটে রিয়ালের সংঘবদ্ধ আক্রমণ প্রতিহত করতে যেয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন সেল্টার গোমেজ। পাঁচ গোলে এগিয়ে যাওয়া রিয়াল ষষ্ঠ গোল আদায় করে টনি ক্রুসের সৌজন্যে। ম্যাচের ৮১ মিনিটে গোলটি করেন জার্মানির বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার। দারুণ এই জয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত রিয়াল কোচ জিনেদিন জিদান। চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালের আগে এমন জয়ে উচ্ছ্বসিত ফরাসী গ্রেট। ম্যাচ শেষে জিদান বলেন, এটা দারুণ এক জয়। নিজেদের মানসিকভাবে এগিয়ে রাখতে এটা ভীষণ কাজে দেবে। সামনেই চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল। সাম্প্রতিক সময়ে বেল ভালভাবেই নিজেকে ফিরে পেয়েছেন। গোলও করছেন নিয়মিত। দীর্ঘকায় এই স্ট্রাইকারের প্রশংসা করে বেল বলেন, ওর সংক্ষমতা নিয়ে কারও সংশয় নেই। কিন্তু প্রয়োগে সমস্যা হয়। আমাদের জন্য ভাল যে ও নিজেকে ফিরে পেয়েছে। আশা করছি এই ধারা ধরে রাখতে পারবে। গেটাফের মাঠে এ্যাটলেটিকো এগিয়ে যায় ম্যাচের অস্টম মিনিটেই। কোকের গোলে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। তবে শেষদিকে গোলরক্ষক ওবলাক পেনাল্টি রুখে দিয়ে দলের নায়ক বনে যান। এই জয়ে ইউরোপা লীগের ফাইনালের প্রস্তুতি সেরেছে দিয়াগো সিমিওনের দল। শেষ হতে যাওয়া মৌসুমে (২০১৭-১৮) এখনও শিরোপাশূন্য এ্যাটলেটিকো। ইউরোপা লীগ জিততে পারলে সেটা হবে দারুণ। এ লক্ষ্যেই মার্শেইয়ের বিরুদ্ধে খেলবেন কোকে, গ্রিজম্যানরা।
×