ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অনুর্ধ-১৮ ফুটবল, আবাহনী লিমিটেড ১-০ ফরাশগঞ্জ স্পোর্টিং

ফরাশগঞ্জের স্বপ্ন ভেঙ্গে চ্যাম্পিয়ন আবাহনী

প্রকাশিত: ০৫:৫৬, ১৪ মে ২০১৮

ফরাশগঞ্জের স্বপ্ন ভেঙ্গে চ্যাম্পিয়ন আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ রক্ষা হলো না ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের যুবাদের। বড় বড় ক্লাবকে হারিয়ে ফাইনালে উঠে আসা দলটি অনুর্ধ-১৮ ফুটবলে শিরোপা জয়ের স্বপ্ন বুনছিল। কিন্তু তাদের স্বপ্ন ম্লান করে দিয়ে প্রথমবারের মতো আয়োজিত এই আসরের শিরোপা জিতে নিয়েছে ঢাকা আবাহনীর যুব দল। রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত অনুর্ধ-১৮ ফুটবলের ফাইনালে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড। চ্যাম্পিয়নদের পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড রিমন হোসেন। শিরোপা স্বপ্ন নিয়ে ম্যাচের শুরু থেকে দু’দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তবে ম্যাচের সপ্তম মিনিটে পাওয়া প্রথম সুযোগটা কাজে লাগিয়ে এগিয়ে যায় আবাহনী। আবু সিদ্দিক বাবুর লম্বা থ্রো ইন ফরাশগঞ্জ গোলরক্ষক সাজিবুল ইসলাম গ্লাভসে নিতে ব্যর্থ হন। এই সুযোগে দারুণ হেডে রিমন লক্ষ্যভেদ করলে এগিয়ে যায় আবাহনী। পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ফরাশগঞ্জ। ৩২ মিনিটে খোরশেদুর রহমানের শট সোজা গোলরক্ষকের গ্লাভসে জমে যায়। ৪১ মিনিটে জয় চন্দ্র বার্মার ডান পায়ের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে দলটির হতাশা আরও বাড়ে। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণের দুটি সুযোগ নষ্ট হয় সেমিফাইনালে সাডেন ডেথে আরামবাগ ক্রীড়া সংঘকে হারানো আবাহনীর। পরের মিনিটে ডি বক্সের ভেতরে বল পেলেও ব্যবধান দ্বিগুণ করতে পারেননি রিমন। যোগ করা সময়ে গোলরক্ষক বরাবর শট নেন এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের শুরুতে এনামুল হকের দুইবারের প্রচেষ্টা ফিরিয়ে আবাহনীকে জয়ের পথে রাখেন গোলরক্ষক আরিফুল ও ডিফেন্ডাররা। শেষ পর্যন্ত রিমনের গোল ধরে রেখে শিরোপা জয়ের উল্লাস করে আবাহনীর যুবারা। গ্রুপপর্বেও এই দু’দল মুখোমুখি হয়েছিল একে অপরের। সেবার নাম পাল্টে খেলোয়াড় নামিয়ে ফরাশগঞ্জ ১-০ গোলে হারিয়েছিল আবাহনীকে। এই অপরাধের শাস্তিতে কেটে নেয়া হয় তাদের ওই তিনটি পয়েন্ট। সেই ফরাশগঞ্জের বিরুদ্ধেই ফাইনালে খেলে আবাহনী। এক অর্থে তাই প্রতিশোধও নেয়া হয়েছে দলটির। ম্যাচের আগে গ্রুপের হারের প্রতিশোধ নিয়ে ফাইনাল জেতার কথা জানিয়ে ছিলেন আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু। তিনি বলেছিলেন, ফুটবল গোলের খেলা। জিততে হলে গোল করতে হবে। সুযোগ পেলে সেটা কাজে লাগাতে হবে। আশাকরি চ্যাম্পিয়নশিপ হওয়ার লক্ষ্য পূরণ হবে। আবাহনী সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে থাকে। সেই লক্ষ্য নিয়ে মাঠে নামতে হবে। অবশেষে আবাহনী ম্যানেজারের চাওয়া ও প্রতিশোধ দু’টোই পূরণ হয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার পর আবাহনী অধিনায়ক রফিকুল ইসলাম যেন আকাশে উড়ছেন। তিনি বলেন, আমি খুব খুশি। এত বড় একটি ক্লাবে খেলে শিরোপা জিতলাম। এটা অনেক গর্বের। অনেক অল্প সময়ের মধ্যে আমাদের দলটি তৈরি হয়েছে। জিলানি স্যার একতা নিয়ে এসেছেন। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ডিফেন্ডার আবু ফয়সলের কোচিংয়ে এবারই প্রথম কোন দল ফাইনালে খেলছে। ২০১১ সালে স্বাধীনতা দিবসের ট্রফি জেতা ফরাশগঞ্জ আরেকটি শিরোপা জয়ের স্বপ্ন বুনেছিল। কিন্তু সেটা না হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ দলটি। উল্লেখ্য, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০১৭’তে অংশগ্রহণকারী ১২ ক্লাবের অনুর্ধ-১৮ ফুটবল দলের অংশগ্রহণে গত ২৬ এপ্রিল থেকে এই টুর্নামেন্ট আয়োজন করে।
×