ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়ালশই থাকছেন ভারপ্রাপ্ত কোচ

প্রকাশিত: ০৫:৫৫, ১৪ মে ২০১৮

ওয়ালশই থাকছেন ভারপ্রাপ্ত কোচ

স্পোর্টস রিপোর্টার ॥ চন্দিকা হাতুরাসিংহে চলে যাওয়ার পর ছয় মাস হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও কোন প্রধান কোচ নিয়োগ দিতে পারেনি। আসন্ন আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগেও যে প্রধান কোচ নিয়োগ হবে, তার নিশ্চয়তা নেই। যদি এরমধ্যে কোন কোচ না পায় বিসিবি, তাহলে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশই ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করবেন। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ওয়ালশই থাকবেন প্রধান কোচ। বাংলাদেশ দল সর্বশেষ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতে খেলে। ফাইনালে খেলে। রানার্সআপ হয়। এ টুর্নামেন্টে কোচিং স্টাফে যারা ছিলেন, তারাই থাকছেন। শুধু ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসালের স্থানে সোহেল ইসলামকে করা হচ্ছে ফিল্ডিং কোচ। রবিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাবেক অধিনায়ক, বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান আসন্ন সিরিজগুলোতে দলের কোচিং স্টাফ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, ‘যেহেতু আমরা নতুন কোচ পাইনি। তাই সর্বশেষ সিরিজে যারা স্টাফ ছিলেন, তারাই থাকবেন। শ্রীলঙ্কায় (নিদাহাস ট্রফিতে) যারা যে দায়িত্বে ছিল, সেই দায়িত্বেই থাকবে। ওয়ালশ হেড কোচের দায়িত্ব পালন করবেন কিনা সেটা এখনও বলা যাচ্ছে না। যদি এর মাঝে নতুন কাউকে পেয়ে যাই তাহলে সেটা জানতেই পারবেন। বোর্ড কোচ খুঁজছে। তারা তো বসে নেই।’ সঙ্গে যোগ করেন, ‘তবে শেষ সিরিজে যেহেতু ভাল করেছেন (ওয়ালশ)। তাই তিনিই কোচের দায়িত্ব পালন করতে পারেন।’ ফিল্ডিং কোচ হ্যালসাল এখন অতীত। তিনি চাকরি ছেড়ে দিয়েছেন। তার স্থানে একজন ফিল্ডিং কোচ দরকার। আর তাই মোহামেডানের কোচ সোহেলকে ফিল্ডিং কোচ করা হয়েছে। আকরামই যেমন বলেছেন, ‘যেহেতু তিনি (হ্যালসাল) নেই। তার পরিবর্তে দলের সঙ্গে সোহেল ইসলাম যাবেন।’ আফগানিস্তানের বিপক্ষে জুনের প্রথম সপ্তাহে ভারতের দেরাদুনে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজটি ৫ জুন শুরু হওয়ার কথা শোনা গেলেও ৩ জুন শুরু হবে। ৩ জুন প্রথম টি২০, ৫ জুন দ্বিতীয় টি২০ ও ৭ জুন তৃতীয় ও শেষ টি২০ অনুষ্ঠিত হবে। দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচগুলো শুরু হবে। বাংলাদেশ দল সিরিজ খেলতে ২৯ জুন ভারত চলে যাবে। ৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত দেরাদুনে অনুশীলন করবে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেবে। এখন দেরাদুনে প্রচুর গরম। সেই গরমের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে চেষ্টা করবে। সেই সঙ্গে দেরাদুন যেহেতু নতুন স্টেডিয়াম, মাঠ, উইকেট সম্পর্কে ভালভাবে জানবে। সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ দল। তবে এ প্রস্তুতি ম্যাচ কাদের সঙ্গে হবে, কবে হবে; তা এখনও নিশ্চিত নয়। আকরাম জানান, ‘বাংলাদেশ দল যাচ্ছে ২৯ জুন। সেখানে আফগানিস্তান তাদের কিছু ক্রিকেটার ও স্থানীয় কয়েকজনকে নিয়ে একটা দল গড়ে প্রস্তুতি ম্যাচ খেলতে পারে। তবে এখন পর্যন্ত এটা নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছি না।’
×