ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফাইনালে কিকি বার্টেন্সকে পরাজিত করে মৌসুমের চতুর্থ শিরোপা জয়ের স্বাদ পেলেন চেক তারকা

মাদ্রিদ ওপেনেও কেভিতোভার চমক

প্রকাশিত: ০৫:৫৪, ১৪ মে ২০১৮

মাদ্রিদ ওপেনেও কেভিতোভার চমক

স্পোর্টস রিপোর্টার ॥ মাদ্রিদ ওপেনেও চমক দেখালেন পেত্রা কেভিতোভা। কিকি বার্টেন্সকে পরাজিত করে টুর্নামেন্টের রেকর্ড তৃতীয় শিরোপা জয়ের স্বাদ পেলেন তিনি। সেই সঙ্গে চলতি মৌসুমের চতুর্থ ট্রফি উঁচিয়ে ধরলেন চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা। দুর্দান্ত খেলেই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। ফাইনালে প্রায় তিন ঘণ্টা লড়াই করার পর বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ১০ নম্বর খেলোয়াড় ৭-৬, ৪-৬ এবং ৬-৩ গেমে পরাজিত করেন হল্যান্ডের প্রতিভাবান খেলোয়াড় কিকি বার্টেন্সকে। শেষ ১৩ ম্যাচে এটা ছিল কেভিতোভার ১১তম ম্যাচ। ক্লান্তিও ভর করেছিল তার শরীরে। কেননা গত সপ্তাহেই যে প্রাগ ওপেনের শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি। এবার কিকি বার্টেন্সকে পরাজিত করে টানা দুই সপ্তাহে দ্বিতীয় শিরোপা নিজের শোকেসে তোলেন পেত্রা কেভিতোভা। চেক তারকার উচ্ছ্বাসটাও একটু বেশি। শিরোপা জয়ের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমার শরীরের মধ্যে যা কিছু ছিল তার সবকিছুই নিংড়ে দিয়েছি। যদিওবা খুব কঠিন ছিল আজ। তৃতীয় সেটে তো আমি একবার ধরেই নিয়েছিলাম যে, আমি মনে হয় আর পারব না। কিন্তু তারপরও নিজের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করি। এতো সুন্দর একটা ফাইনাল খেলার জন্য আমরা উভয়েই গর্বিত হতে পারি।’ কিকি বার্টেন্সের বিপক্ষে জয়টাকে সৌভাগ্যজনক বলেও মন্তব্য করেছেন কেভিতোভা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তৃতীয় সেটে তাকে হারানোটা খুবই কঠিন ছিল। বিশেষ করে মানসিকভাবে তাকে হারানোটা ছিল কষ্টসাধ্য ব্যাপার। সৌভাগ্যক্রমেই দ্বিতীয়বার তাকে হারানোর সুযোগ পাই আমি।’ ইনজুরির কারণে গত মৌসুমের বেশিরভাগ সময়ই কোর্টের বাইরে ছিটকে পড়েছিলেন পেত্রা কেভিতোভা। কিন্তু চলতি মৌসুমে কোর্টে ফিরে দোর্দ- প্রতাপ নিয়ে। সেন্ট পিটার্সবার্গ ওপেন টুর্নামেন্টের শিরোপা নিজের শোকেসে তোলেন তিনি। এরপর কাতার ওপেনেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন দুইবারের উইম্বলডন জয়ী। সর্বশেষ গত সপ্তাহেও প্রাগ ওপেনের শিরোপা উঁচিয়ে ধরেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা এই খেলোয়াড়। যে কারণেই মাদ্রিদ ওপেনেও ফেবারিটের তকমাটা গায়ে মাখানো ছিল তার। টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত পারফর্মেন্সের সৌজন্যেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। মাদ্রিদ ওপেনে এটা কেভিতোভার তৃতীয় শিরোপা। ২০১১ সালে প্রথমবারের মতো ক্লে কোর্টের এই ট্রফি জেতেন তিনি। ২০১৫ সালে জেতেন দ্বিতীয় শিরোপা। এবার হ্যাটট্রিক শিরোপার স্বাদ পেলেন চেক তারকা। যা তার ক্যারিয়ারের ২৪তম ডব্লিউটিএ শিরোপা। ২০১৮ সালের প্রথম পাঁচ মাসের মধ্যেই চতুর্থ ট্রফি উঁচিয়ে ধরার গৌরব অর্জন করেন তিনি। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ সারির সব খেলোয়াড়ই অংশ নেন মাদ্রিদ ওপেনে। সিমোনা হ্যালেপ, মারিয়া শারাপোভা, এ্যাঞ্জেলিক কারবার, গারবিন মুগুরুজা, ক্যারোলিন ওজনিয়াকি কিংবা এলিনা সিতলিনা- প্রত্যেকেই অংশ নেন এই টুর্নামেন্টে। অথচ তাদের সবাইকে হতাশায় ডুবিয়ে ফাইনাল খেলেন হল্যান্ডের কিকি বার্টেন্স। শিরোপা জয়ের লড়াইয়েও দারুণভাবে নিজের শ্রেষ্ঠত্বের জানান দিয়েছেন তিনি। ফাইনালের পুরো সময়টাতে দুর্দান্ত লড়াই করার পরও পেত্রা কেভিতোভার কাছে হেরে তাই চরম হতাশ বার্টেন্স। এ বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে এটা সত্যি খুব কষ্টদায়ক ব্যাপার। দুর্দান্ত একটা সপ্তাহই কাটালাম এখানে। আগামীকাল না হলেও পরের সপ্তাহে অথবা আগামী কয়েক সপ্তাহ পরে হলেও এটাকে মিস করব খুব।’ প্রথম সেট শেষ হওয়ার পরই এদিন শুরু হয় বৃষ্টি। এর ফলে কাজা ম্যাজিকা স্টেডিয়ামের ছাদ বন্ধ করেই খেলা শুরু হয়। মাদ্রিদে হারলেও বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ে অগ্রগতি হচ্ছে কিকি বার্টেন্সের। ক্যারিয়ারের সর্বোচ্চ ১৫ নাম্বারে উঠে আসবেন ডাচ তারকা।
×