ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নোয়াখালীতে বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে মত চেয়েছেন মন্ত্রী

প্রকাশিত: ০৫:৩৪, ১৪ মে ২০১৮

নোয়াখালীতে বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে মত চেয়েছেন মন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ নোয়াখালীতে একটি অভ্যন্তরীণ বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে সিভিল এভিয়েশনের মতামত জানতে চেয়েছেন বিমানমন্ত্রী একেএম শাহজাহান কামাল। রবিবার বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ে সিভিল এভিয়েশনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। এতে এয়ার কমোডর মোস্তাফিজুর রহমান একটি প্রেজেন্টেশন দেন। এ সময় তিনি উপস্থাপন করেন-সরকার চাইলে একটি এয়ারপোর্ট তৈরি করা যেতে পারে। কিংবা নোয়াখালী সদর থেকে ১৬ কিলোমিটার দূরের শুল্ককিয়া এলাকায় বর্তমান এয়ারস্ট্রিপকে অপারেশনাল এয়ারপোর্ট করার সুযোগ রয়েছে। এ সময় এয়ারপোর্ট করার সপক্ষে জোরালো মতাতম দেন বিমান মন্ত্রী একেএম শাহ জাহান কামাল।
×