ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অনলাইনে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম শুরু

প্রকাশিত: ০৫:৩২, ১৪ মে ২০১৮

অনলাইনে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম  শুরু

স্টাফ রিপোর্টার ॥ শুরু হয়েছে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম। রবিবার বেলা ২ টায় ঢাকা শিক্ষা বোর্ডে অনুষ্ঠানের মাধ্যমে অনলাইন ও এসএমএসের মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে। আবেদন গ্রহণ চলবে ২৪ মে পর্যন্ত। সব শিক্ষা প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে অনলাইনে শিক্ষার্থী ভর্তি করাতে হবে। প্রথম দিন প্রথম ৬ ঘণ্টায় প্রায় ৪০ হাজার শিক্ষার্থী আবেদন করেছে। ঢাকা শিক্ষা বোর্ডে এক অনুুষ্ঠান শেষে বেলা ২টায় উন্মুক্ত করা হয় অনলাইন ও মোবাইলে এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়া। বিগত বছরের মতো এবারও অনলাইনের (www.xiclassadmission.gov.bd) পাশাপাশি টেলিটক মোবাইল থেকে এসএমএস পাঠিয়ে আবেদন করা যাচ্ছে। ভর্তি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কলেজ) ড. মোল্লা জালাল উদ্দিন। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ছায়েফ উল্লাহ, ঢাকা শিক্ষা বোর্ডের সচিব শাহেদুল খবির চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার ও বোর্ডের উর্ধতন কর্মকর্তারা। অনুষ্ঠানে ড. মোল্লা জালাল উদ্দিন বলেন, আমাদের দেশ যে আসলেই ডিজিটাল বাংলাদেশ তার বড় একটি প্রমাণ এই বিশাল ভর্তি কার্যক্রম। ‘একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালা-২০১৮’ অনুযায়ী, আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড থেকে ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে উত্তীর্ণরা একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে। আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে উত্তীর্ণরা ভর্তির জন্য আবেদন করতে পারবে।
×