ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ম্যাকবুকের নতুন কিবোর্ড নিয়ে মামলা

প্রকাশিত: ০৫:০৯, ১৪ মে ২০১৮

ম্যাকবুকের নতুন কিবোর্ড নিয়ে মামলা

ম্যাকবুকের নতুন কিবোর্ড নিয়ে ক্লাস এ্যাকশন মামলা হয়েছে এ্যাপলের বিরুদ্ধে। শুক্রবার নর্দান ক্যালিফোর্নিয়ার মার্কিন জেলা আদালতে মামলাটি করা হয়। ‘বাটারফ্লাই’ কিবোর্ডযুক্ত ম্যাকবুক বা ম্যাকবুক প্রো’র কি সাড়া দিচ্ছে না বা কিবোর্ড কাজ করছে না নিয়মিত এমন সমস্যার মুখে পড়ছেন অনেক গ্রাহক। এ বিষয়ে এ্যাপল গ্রাহকদের সতর্ক করতে ব্যর্থ হয়েছে বলে ক্লাস এ্যাকশন মামলায় অভিযোগ আনা হয়েছে। ‘ক্লাস-এ্যাকশন’ হলো এমন এক মামলা যেখানে বাদীপক্ষ একজন হলেও তিনি একই ধরনের ঘটনার শিকার অনেকের প্রতিনিধিত্ব করেন ও মামলার রায় ভুক্তভোগী সবার জন্যই প্রযোজ্য হয়। এ বিষয়ে জানতে সিনেটের পক্ষ থেকে এ্যাপলের সঙ্গে যোগাযোগ করা হলে কোন মন্তব্য করেনি মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। ২০১৫ সালে ১২ ইঞ্চি ম্যাকবুকে ‘বাটারফ্লাই’ সুইচ কিবোর্ড আনে এ্যাপল। এর আগে কিবোর্ডের প্রতিটি সুইচের নিচে ‘সিজার’ প্রযুক্তি ব্যবহার করত প্রতিষ্ঠানটি। -অর্থনৈতিকক রিপোর্টার
×