ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বাংলালিংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ০৫:০৮, ১৪ মে ২০১৮

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বাংলালিংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

দেশের আপামর জনসাধারণের নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন জেলা, সিটি কর্পোরেশন, পৌরসভার মোট ৭৫৯ জন সেনিটারি ইন্সপেক্টরকে নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়িত্ব প্রদান করা হয়েছে। নিরাপদ খাদ্য পরিদর্শকগণের কাজকে আরও কার্যকর, গতিশীল ও তথ্য প্রযুক্তিভিত্তিক করার জন্য তাদের পরিদর্শন কার্যক্রমকে ডিজিটালাইজড পদ্ধতির আওতায় নিয়ে আসা অতি জরুরী। এই লক্ষ্যেই সকল নিরাপদ খাদ্য পরিদর্শকগণকে একটি করে মোবাইল ফোন (স্মার্ট ফোন) সরবরাহ করে তার মাধ্যমে টিম ট্রাকিং (শারীরিক উপস্থিতি শনাক্তকরণ, পর্যবেক্ষণ ও তার তথ্য সংরক্ষণ), এসএমএস এর মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ ও বার্তা আদান প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই উদ্যোগ বাস্তবায়নে ১৩ মে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও মোবাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বাংলালিংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী নিরাপদ খাদ্য পরিদর্শকগণের কাজকে গতিশীল ও দক্ষতার সঙ্গে পরিচালনার জন্য মোবাইল প্রযুক্তির সহায়তা প্রদানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে সাহায্য করবে বাংলালিংক। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদর দফতরে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
×