ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রাম-মংলা বন্দর ব্যবহার করে বাংলাবান্ধা দিয়ে পণ্য যাবে নেপাল

প্রকাশিত: ০৫:০৭, ১৪ মে ২০১৮

চট্টগ্রাম-মংলা বন্দর ব্যবহার করে বাংলাবান্ধা দিয়ে পণ্য যাবে নেপাল

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ বাংলাবান্ধা স্থলবন্দরে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে নতুন এক দিগন্তের সূচনা হতে চলেছে। ত্রিদেশীয় ব্যবসা-বাণিজ্য চলমান অবস্থায় এই বন্দর দিয়ে বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানি করতে চায় নেপাল। চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর ব্যবহার করে নেপাল সরকার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি করার কথা ভাবছে বলে এমনই আশার বাণী শোনান দু‘দিনের সফরে আসা বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত প্রফেসর ডাঃ চোপলাল ভুসাল। রবিবার দুপুরে পঞ্চগড় জেলা পরিষদ হলরুমে আয়োজিত ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। শনিবার নেপালী রাষ্ট্রদূতের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল পঞ্চগড় সফরে এসে শহরের ধাক্কামারস্থ রেলওয়ে স্টেশন ও বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করেন। পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করে সমুদ্রপথে বিভিন্ন দেশ থেকে আসা পণ্য সামগ্রী চট্টগ্রাম ও মংলা বন্দরে খালাস করে সড়ক ও রেলপথে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে নিয়ে যাওয়া হবে। এতে, সময় ও খরচ দুটোই সাশ্রয় হবে বলে তিনি উল্লেখ করে নেপালী রাষ্ট্রদূত বলেন, বর্তমানে ভারতের সমুদ্র বন্দর ব্যবহার করে পণ্য আমদানিতে অনেক খরচ এবং সময় বেশি লাগছে। এতে করে নেপালী ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। খরচ ও সময় বাঁচানোর জন্য নেপাল বাংলাদেশের চট্টগ্রাম এবং মংলা সমুদ্র বন্দর ব্যবহার করে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানির চিন্তা করছে। মতবিনিময় সভায় ঢাকার নেপালী দূতাবাসের ডেপুটি চীফ মিশন ধন বহাদুর ওলী, বাংলাবান্ধা কাস্টমসের সহকারী কমিশনার আব্দুস সাত্তার, পঞ্চগড় চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল হান্নান শেখ, ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাবিবুল ইসলাম বাবলু, বীরগঞ্জ চেম্বারের সভাপতি অশোক কুমার আগরওয়াল, বাংলাবান্ধা সিএ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা উপস্থিত ছিলেন।
×