ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সুহৃদ ইন্ডাস্ট্রিজে গ্যাস সংযোগের অনুমোদন

প্রকাশিত: ০৫:০৫, ১৪ মে ২০১৮

সুহৃদ ইন্ডাস্ট্রিজে গ্যাস সংযোগের অনুমোদন

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের সুহৃদ ইন্ডাস্ট্রিজকে গ্যাস সংযোগ স্থাপনের অনুমোদন দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, প্রতি ঘণ্টায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার ৮০০ কিউসিক ফুট এবং ৭৬ হাজার ৩৩৩.০৯ কিউবিক মিটার ক্যাপটিভ পাওয়ারের গ্যাস সরবরাহ করা হবে। যার ফলে কোম্পানিটি ৯৫০ কিলোওয়াটের জেনারেটর পরিচালনা করবে। এরই মধ্যে কোম্পানিটি এই জেনারেটর স্থাপন করেছে। গ্যাস সংযোগ পাওয়ার পর কোম্পানিটির উৎপাদন নিরবিচ্ছিন্ন হবে। এর ফলে কোম্পানির টার্নওভার এবং মুনাফা বৃদ্ধি পাবে। -অর্থনৈতিক রিপোর্টার
×