ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাইটের টাকা ব্যবহারে এক বছর সময় পেল বিডি থাই

প্রকাশিত: ০৫:০৫, ১৪ মে ২০১৮

রাইটের টাকা ব্যবহারে এক বছর সময় পেল বিডি থাই

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেডের রাইট শেয়ারের অর্থ ব্যবহারের সময়সীমা এক বছর বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ২০১৭ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে রাইট শেয়ারের অর্থ খরচ করার কথা ছিল কোম্পানিটির। সর্বশেষ সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদনক্রমে কোম্পানি কর্তৃপক্ষ কমিশনে এক বছর সময় বাড়ানোর আবেদন করে, সম্প্রতি যা গৃহীত হয়েছে। এ হিসাবে রাইট তহবিল সদ্ব্যবহারে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় পাচ্ছে বিডি থাই। প্রসঙ্গত, উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ব্যয়বহুল ঋণের অংশবিশেষ পরিশোধের জন্য অভিহিত মূল্যে প্রতি শেয়ারের বিপরীতে একটি করে রাইট শেয়ার ইস্যু করে মোট ৫২ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ করেছিল বিডি থাই। রাইট শেয়ারের অর্থ ব্যবহার পরিকল্পনা বাস্তবায়নের হালনাগাদ প্রতিবেদনে গত জানুয়ারিতে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে জানায়, রাইট অফার ডকুমেন্ট অনুসারে তারা চতুর্থ এক্সট্রুশন প্রেস, এ্যানোডাইজেশন প্লান্ট টু, সাবস্টেশন ও অন্যান্য পূর্ত কাজ সম্পন্ন করেছে। সর্বাধুনিক উডেন টেক্সচার্ড এ্যালুমিনিয়াম প্রোফাইল বাজারে আনার জন্য পাউডার কোটিং প্লান্টের অবকাঠামোও গড়ে তোলা হয়েছে। বর্ধিত কলেবরের উৎপাদনে বিদ্যুতের জোগান নিশ্চিত করতে দুটি নতুন ডিজেল জেনারেটরও স্থাপন করেছে তারা। রাইট শেয়ারের অর্থ এখন পর্যন্ত যতটুকু বিনিয়োগ করা হয়েছে, তা কোম্পানির রেটেড উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করেছে বলে জানায় কোম্পানিটি। ঘোষণা অনুসারে, রাইটের অর্থে কিছু ঋণ পরিশোধও করেছে তারা। গত ৩১ ডিসেম্বর পর্যন্ত সব মিলিয়ে রাইট তহবিলের ৮৪ দশমিক ৭৩ শতাংশ অর্থ খরচ করেছে কোম্পানিটি। অবশিষ্ট তহবিল সদ্ব্যবহারের প্রক্রিয়া চলমান থাকায় কর্তৃপক্ষ সময় বাড়ানোর আবেদন করে, সম্প্রতি যা অনুমোদন করেছে বিএসইসি। ৩০ জুন সমাপ্ত ২০১৭ হিসাব বছরের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে বিডি থাই এ্যালুমিনিয়াম। বছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়ায় ৭১ পয়সায়, আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ১৭ পয়সা। এদিকে চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-এপ্রিল) বিডি থাই ৭৮ পয়সা ইপিএস দেখিয়েছে, আগের বছর একই সময়ে যা ছিল ৪৮ পয়সা। ৩১ মার্চ কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২৮ টাকা ৫৪ পয়সা। ডিএসইতে সর্বশেষ ২৬ টাকা ৭০ পয়সায় কোম্পানিটির শেয়ার কেনাবেচা হয়। গত এক বছরে এর সর্বোচ্চ দর ছিল ৩২ টাকা ৫০ পয়সা ও সর্বনিম্ন ১৯ টাকা ৯০ পয়সা। ১৯৯০ সালে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১১৫ কোটি ৩৯ লাখ ৯০ হাজার টাকা।
×