ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে টানা ৮ দিন সূচকের পতন

প্রকাশিত: ০৫:০৪, ১৪ মে ২০১৮

 পুঁজিবাজারে টানা ৮ দিন সূচকের পতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ কোনভাবেই থামছে না দেশের শেয়ারবাজারের পতন। রবিবারও উভয় শেয়ারবাজারে পতন হয়েছে। এই নিয়ে টানা ৮ দিন পতন শেয়ারবাজারে। এই আট দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৫৫ পয়েন্ট এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭১৯ পয়েন্ট কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সকালে শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৫৮ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে ১৩০১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০৭৫ পয়েন্টে। এদিন ডিএসইতে ৩৭৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৮৪ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৫৬২ কোটি টাকার। ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৫টির, কমেছে ২১৯টির ও অপরিবর্তিত রয়েছে ৪৪টির দর। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইউনাইটেড পাওয়ার, বেক্সিমকো, বিএসআরএম লিমিটেড, কুইন সাউথ, আরডি ফুড, ব্র্যাক ব্যাংক, লিগ্যাসি ফুটওয়ার, সিনোবাংলা ও বিবিএস কেবল। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, হোটেল পেনিনসুলা, আইটিসি, সোনালী আশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, উসমানিয়া গ্লাস, মুন্নু স্টাফলার, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো ও আরডি ফুড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : এমটিবি, ওয়ান ব্যাংক, আইএফআইসি, মাইডাস ফাইনান্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, শেফার্ড ইন্ডাস্ট্রিজ ও এপেক্স ফুড। অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ১৭৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ৫, সিএসসিএক্স ৪৮ ও সিএসআই ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৮৬, ১০ হাজার ৩৮১ ও ১ হাজার ১৬৪ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৮৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৬টির,কমেছে ১৫৩টির ও অপরিবর্তিত রয়েছে ৩২টির দর। সিএসইতে ১৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০ কোটি টাকা কম। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বেক্সিমকো, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বিএসআরএম লিমিটেড, ন্যাশনাল ব্যাংক, বিবিএস কেবল, লিগ্যাসি ফুটওয়ার, হোটেল পেনিনসুলা, কেয়া কসমেটিক ও ইউনাটেড পাওয়ার।
×