ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ শুরু করলেন মাহাথির

অভিযোগ প্রমাণিত হলে নাজিবকে পরিণতি ভোগ করতে হবে

প্রকাশিত: ০৪:৫৫, ১৪ মে ২০১৮

অভিযোগ প্রমাণিত হলে  নাজিবকে পরিণতি  ভোগ করতে হবে

মালয়েশিয়ার নবনির্বচিত প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, নাজিব রাজাক দুর্নীতির তদন্ত এড়াতে পারবেন না। অভিযোগ প্রমাণিত হলে তার পরিণতি তাকে ভোগ করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী নাজিব বুধবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে পরাজিত হন। তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত করা হবে, এটি ছিল মাহাথিরের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। বুধবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে মাহাথিরের নেতৃত্বাধীন জোটের কাছে তার নেতৃত্বাধীন বারিসান ন্যাসিওনাল (ন্যাশনাল ফ্রন্ট) অনেক ব্যবধানে হেরে যায়। নাজিব এক সময় সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরের ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন। নাজিব প্রধানমন্ত্রী থাকাকালে ২০১৫ সালে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ওয়ানএমডিবি থেকে ৭০ কোটি মার্কিন ডলার তসরুফের অভিযোগ উঠেছিল। অভিযোগ উঠলেও বিচার বিভাগ তাকে দায়মুক্তি দেয়। বিরোধীদের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে তিনি তদন্ত থেকে অব্যাহতি পান। এই অভিযোগকে ঘিরেই মাহাথিরের সঙ্গে তার দূরত তৈরি হয়। এ নিয়ে বিতর্কের জেরে মাহাথির তাকে ক্ষমতা ছেড়ে দেয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু নাজিব ক্ষমতা ছাড়তে রাজি না হওয়ায় নিজের সাবেক দলের বিপক্ষে গিয়ে বিরোধীদের সঙ্গে জোট বেঁধে নির্বাচন করার সিদ্ধান্ত নেন মাহাথির। মাহাথির শনিবার বলেন, ‘তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে নাজিবকে তার ‘পরিণতি’ ভোগ করতে হবে। ওয়ানএমডিবি ছাড়াও নাজিবের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। প্রতিটি অভিযোগেরই তদন্ত করা হবে বলে তিনি জানান। নাজিব (৬৪) ও তার স্ত্রী রোসমাহ মানসুরের বিদেশ যাওয়ার ওপর শনিবার দেশটির অভিবাসন দফতর নিষেধাজ্ঞা আরোপ করে। অর্থ আত্মসাতের মামলা এড়াতে নাজিব দেশ ছাড়ার চেষ্টা করছেন এমন গুজব ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ তার বিদেশ সফল আটকে দিতে বাধ্য হয়। প্রধানমন্ত্রী হওয়ার পর আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করেছেন মাহাথির। প্রথমবারের মতো তিনি একজন সংখ্যালঘু চীনা জাতিগোষ্ঠীর লিম গুয়াং ইংকে অর্থমন্ত্রী করেছেন। এর আগে ৪৪ বছর ধরে পদটিতে জাতিগত মালয় মুসলিমরা নিয়োগ পেয়ে এসেছে। অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর লিম বলেন, ‘আমি নিজেকে চীনা নয়, একজন মালয়েশিয়ান মনে করি। মালয়েশিয়ার স্বার্থ রক্ষা করাই হবে আমার কাজ।’ পেশায় চার্টার্ড এ্যাকাউন্টেন্ট লিম এর আগে উত্তরের সমৃদ্ধশালী পেনাং রাজ্যের প্রধান ছিলেন। সরকারী কাঠামোতে বিদ্যমান জাতিগত বৈষম্য নিরসন করা ছিল মাহাথিরের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতি। ২৫ সদস্য বিশিষ্ট মাহাথিরের মন্ত্রিসভা গঠনের কাজ আগামী সপ্তাহে সম্পন্ন হবে। ওয়ান আজিজাহ ইসমাইল দেশটির প্রথম নারী উপ প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাচ্ছেন বলে জানা গেছে। -গার্ডিয়ান
×