ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সমুদ্রে বিমানবাহী রণতরী

প্রকাশিত: ০৪:৫৫, ১৪ মে ২০১৮

সমুদ্রে বিমানবাহী রণতরী

চীন প্রথম দেশে তৈরি বিমানবাহী রণতরী পরীক্ষামূলকভাবে সমুদ্রে ভাসাল। যা দেশটির নৌবাহিনীর আধুনিকায়নে নতুন সংযোজন। সমুদ্রে নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে এই রণতরীটি গভীর সমুদ্রে পাঠান হলো। টাইপ ০০১ এ নামে রণতরীটি দেশটির দ্বিতীয় বিমানবাহী রণতরী। এই প্রথমবারের মতো রণতরীটির ইঞ্জিন, সম্মুখভাগে এগিয়ে যাওয়ার গতি ও নেভিগেশন সিস্টেম সমুদ্রে পরীক্ষা করা হবে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের এক বছর পর এটি গভীর সমুদ্র পাড়ি দিল –এএফপি
×