ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৌদি আরবে সংস্কার উদ্যোগ এগিয়ে নিতে নতুন টিভি চ্যানেল

প্রকাশিত: ০৪:৫৪, ১৪ মে ২০১৮

সৌদি আরবে সংস্কার উদ্যোগ এগিয়ে নিতে নতুন টিভি চ্যানেল

সৌদি আরবে এ সপ্তাহে একটি নতুন সরকারী টিভি চ্যানেলের যাত্রা শুরু হচ্ছে এবং এ সঙ্গে দেশের উচ্চভিলাষী সংস্কার উদ্যোগ আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে। এ চ্যানেল যুব সম্প্রদায়কে আকৃষ্ট করবে এবং সীমান্তের বাইরে দেশের একটি আধুনিক ভাবমূর্তি গড়ে উঠবে। খবর এএফপির। সৌদি ব্রডকাস্টিং কর্পোরেশন (এসবিসি) নামে এ চ্যানেলে চলচ্চিত্র, টকশো, ও রন্ধন বিষয়ক অনুষ্ঠানসহ বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হবে। সৌদি আরবকে ২০২০ সালের মধ্যে সাংস্কৃতিক ও চিত্তবিনোদনের একটি কেন্দ্র্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ মাসের প্রথম দিকে ৩ হাজার ৫শ’ কোটি মার্কিন ডলারের একটি কর্মসূচী গ্রহণের পর উদ্যোগটি নেয়া হলো। খোলামেলা আলোচক হিসেবে টিভি ব্যক্তিত্ব, চ্যানেল স্টেশনের পরিচালক দাউদ শিরিয়ান বলেছেন এটি হচ্ছে, একটি সাধারণ চ্যানেল। তাই চ্যানেলটিকে সৌদির নতুন প্রজন্মকে আকৃষ্ট করার উদ্যোগ নেয়া হবে।
×