ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউতে শ্রবণ প্রতিবন্ধীদের জন্য কোর্স চালু

প্রকাশিত: ০৪:৫১, ১৪ মে ২০১৮

 বিএসএমএমইউতে শ্রবণ প্রতিবন্ধীদের জন্য কোর্স চালু

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অটোল্যারিংগোলজি হেড এ্যান্ড নেক সার্জিারি বিভাগে শ্রবণ প্রতিবন্ধীদের জন্য কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারির প্রশিক্ষণের জন্য টেম্পোরাল বোন ডিসেকশন কোর্স চালু করা হয়েছে। রবিবার এ কোর্সের উদ্বোধন করেন এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া। এর মাধ্যমে শ্রবণ প্রতিবন্ধীদের জন্য কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি কার্যক্রমের গতি আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রবিবার বিশ্ববিদ্যালয়ের সি ব্লকে ৬ষ্ঠ তলায় মাল্টিপারপাস হলে আয়োজিত এ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্লিয়ার ইমপ্ল্যান্ট-এর কর্মসূচী পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ আবুল হাসনাত জোয়ারদার। বক্তব্য রাখেন অটোল্যারিংগোলজি হেড এ্যান্ড নেক সার্জিারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার, অধ্যাপক ডাঃ বেলায়েত হোসেন সিদ্দিকী। প্রশিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন এস্তোনিয়ার টারটু ইউনিভাসর্টি হসপিটালের কনসালটেন্ট অটোলজিস্ট ডাঃ প্রিত কাসেনম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাঃ এ এইচ এম জহুরুল হক সাচ্চু। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া অটোল্যারিংগোলজি হেড এ্যান্ড নেক সার্জিারি বিভাগে স্থায়ীভাবে একটি টেম্পোরাল বোন ডিসেকশন ল্যাব স্থাপনের আশ্বাস প্রদান করেন। টেম্পোরাল বোন ডিসেকশন কোর্সে বাংলাদেশের বিভিন্ন মেডিক্যাল কলেজের ইএনটি সার্জনবৃন্দ অংশগ্রহণ করে প্রশিক্ষণ নেন। টেম্পোরাল বোন ডিসেকশন কোর্সের আওতায় প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট সার্জনবৃন্দ হাতে কলমে ইনার ইয়ারে (অন্তঃকর্ণ) কক্লিয়ার ইমপ্ল্যান্ট ডামি ইলেকট্রয়েড স্থাপনের অভিজ্ঞতা অর্জন করবেন।
×