ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাহবুব-উজ-জামান এ্যাওয়ার্ড পেলেন ১২ নার্স

প্রকাশিত: ০৪:৫০, ১৪ মে ২০১৮

মাহবুব-উজ-জামান এ্যাওয়ার্ড পেলেন ১২ নার্স

স্টাফ রিপোর্টার ॥ নার্সিং সেবায় বিশেষ অবদানের জন্য ১২ নার্সকে ‘মাহবুব-উজ-জামান এ্যাওয়ার্ড’ দেয়া হয়েছে। রবিবার বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অন্যতম প্রতিষ্ঠান বারডেম, ইব্রাহিম কার্ডিয়াক, এনএইচএন ও বিআইএইচএস প্রতিষ্ঠানে কর্মরত নার্সদের মধ্য থেকে নির্বাচিতদের এ এ্যাওয়ার্ড দেয়া হয়। পুরস্কার হিসেবে প্রত্যেককে একটি ক্রেস্ট, একটি সনদপত্র এবং নগদ দশ হাজার টাকা করে দেয়া হয়। এ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন বারডেম জেনারেল হাসপাতালের দীপালী লিওনী রোজারিও, ডরোথী কোড়াইয়া, আশরাফী খানম, মলি কুবি, লতিফা হেলেন, সাঈদা বেগম (রীতা), ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ফারজানা আক্তার, উম্মে সালমা, ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্ক (এনএইচএন) এর নাহার সুলতানা, সুমিত্রা রানী মিস্ত্রী, বিআইএইচএস জেনারেল হাসপাতালের সেলিনা আকতার ও মনোরমা বিশ্বাস। বারডেম মিলনায়তনে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ এ কে আজাদ খানের সভাপতিত্বে এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডায়াবেটিক সমিতির ন্যায়পাল মেজর জেনারেল (অব) অধ্যাপক এ আর খান, মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, এ্যাওয়ার্ডের প্রবর্তক, ডায়াবেটিক সমিতির ন্যাশনাল কাউন্সিল সদস্য মাহবুব-উজ-জামান ও বারডেমের মহাপরিচালক অধ্যাপক নাজমুন নাহার। অনুষ্ঠানে বক্তারা বলেন, চিকিৎসা সেক্টরে সেবিকাদের অবদান অনস্বীকার্য। হাসপাতালে ডাক্তাররা যতই রোগীর চিকিৎসা দিন না কেন, নার্সদের সেবা ছাড়া ওই চিকিৎসা পূর্ণতা পাবে না। শুধুমাত্র চিকিৎসক দ্বারা রোগীকে সম্পূর্ণরূপে নিরাময় করা সম্ভব নয়। এক্ষেত্রে সেবিকার ভূমিকা অপরিসীম যা কেবল মাত্র শিক্ষিত ও দক্ষ সেবিকা দ্বারাই প্রদান করা সম্ভব।
×