ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাকের মুখ থেকে নবজাতক উদ্ধার

প্রকাশিত: ০৮:২৫, ১৩ মে ২০১৮

কাকের মুখ থেকে নবজাতক উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ ফুটফুটে নবজাতক মেয়ে শিশুটি কার? পৃথিবীর আলো দেখার পরই তার স্থান হলো ময়লার স্তূপে। শনিবার ভোর ৫টার দিকে মোহাম্মদপুরের জনতা হাউজিংয়ের বাজারের তিন রাস্তার মোড় ডাস্টবিনের পাশ থেকে শিশুটিকে কাকের মুখ থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভর্তি করা হয়। বেলা ২টা ২০ মিনিটে শিশুটিকে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ) স্থানান্তর করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, শিশুটি ভাল আছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, ভোর ৫টার দিকে সিটি কর্পোরেশনের এক নারী কর্মী (ঝাড়ুদার) ময়লা পরিষ্কার করতে গিয়ে শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। বিষয়টি তিনি সিটি কর্পোরেশনের উর্ধতন পরিদর্শককে জানালে তিনি মোহাম্মদপুর থানায় অবহিত করেন। এরপর থানা পুলিশ গিয়ে ওই শিশুটিকে উদ্ধার করে।
×