ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় অভিযোগ বিএনপিপন্থী আইনজীবীদের’

প্রকাশিত: ০৮:১০, ১৩ মে ২০১৮

 ‘নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় অভিযোগ বিএনপিপন্থী আইনজীবীদের’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে নিশ্চিত পরাজয়ের আশঙ্কা থেকেই বিএনপিপন্থী আইনজীবীরা সংবাদ সম্মেলন করেছেন বলে অভিযোগ করেছেন আওয়ামীপন্থী আইনজীবীরা। শনিবার বিকেলে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি ভবনের উত্তর হলে পাল্টা সংবাদ সম্মেলনে এ কথা বলেন আওয়ামী সমর্থিত সাদা প্যানেলের প্রার্থী আব্দুল বাসেত মজুমদার। এর আগে সকালে বিএনপিপন্থী আইনজীবী প্যানেলের প্রার্থী এ জে মোহাম্মদ আলী অভিযোগ করে বলেন, গতবার রেজাল্ট শিট ঠিকমতো দেয়া হয়নি। এ কারণে বার কাউন্সিলের ইতিহাসে প্রথমবারের মতো বেসরকারী ঘোষিত ফল পরে পরিবর্তিত হয়। এটা বার কাউন্সিলের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। ঝালকাঠি জেলায় ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তার এ বক্তব্যের প্রতিবাদে আইনজীবী আব্দুল বাসেত মজুমদার বলেন, সারাদেশের আইনজীবীরা তাদের (বিএনপির নীল প্যানেল) সমর্থন করছে না। এ কারণে পরাজয়ের ভয়ে অমূলক কথা বলে একটা বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা করছেন তারা। তিনি বলেন, আমি মনে করি সচেতন আইনজীবীরা এতে কান দেবেন না। বার কাউন্সিলের বর্তমান ভাইস চেয়ারম্যান বলেন, এবারের নির্বাচনে আমরা কিছু নিয়ম করেছি। ছবিসহ ভোটার তালিকা করা হয়েছে। ভোটারদের ভোটের সময় জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের ফটোকপি নিয়ে আসতে বলা হয়েছে। যার কারণে জাল ভোটের কোন সুযোগ নেই। আবুল বাসেত মজুমদার বলেন, ঝালকাঠিতে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে বিএনপিপন্থী আইনজীবীরা যে অভিযোগ করেছেন তা অবান্তর। ভয়ভীতি দেখানোর প্রশ্নই ওঠে না। আওয়ামী সমর্থিত সাদা প্যানেলের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউসুফ হোসেন হুমায়ুন, জেড আইন খান পান্না, শ ম রেজাউল করিম, এএম আমিন উদ্দিন, নজিবুল্লাহ হিরু, মোঃ মোখলেসুর রহমান বাদল ও আজহারুল্লাহ ভূঁইয়াসহ শতাধিক আইনজীবী।
×