ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে ক্লিনিকে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

প্রকাশিত: ০৮:০৯, ১৩ মে ২০১৮

নারায়ণগঞ্জে ক্লিনিকে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ নগরীর বঙ্গবন্ধু সড়কে মুক্তি জেনারেল হাসপাতাল নামের একটি বেসরকারী ক্লিনিকে চিকিৎসকদের ভুল চিকিৎসায় নুসরাত আক্তার নীরা নামে এগারো বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার রাতে রোগীর স্বজনরা বিক্ষোভ করলে হাসপাতালের সব চিকিৎসক, নার্স ও মালিকপক্ষ পালিয়ে যায়। তবে পুলিশ বলছে, ঘটনা তদন্তের পর অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পুলিশ ও স্বজনরা জানান, বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকার নূরে আলমের এগারো বছরের মেয়ে নুসরাত আক্তার নীরার গলায় টনসিলের অপারেশন করতে শনিবার বেলা এগারোটায় শহরের মুক্তি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল চারটায় নীরাকে অপারেশন থিয়েটারে ঢোকানো হয়। সন্ধ্যা ছয়টার দিকে অপারেশন শেষ করে এই দুই চিকিৎসক নীরাকে মৃত বলে ঘোষণা দিয়ে কাউকে না বলে দ্রুত হাসপাতাল থেকে সটকে পড়ে। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি গোপন রেখে নীরাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে স্বজনদের মধ্যে সন্দেহ জাগে। এ সময় তারা সেখানে বিক্ষোভ শুরু করলে হাসপাতাল কর্তৃপক্ষ ও নার্সরা বিভিন্ন কক্ষে তালা লাগিয়ে পালিয়ে যায়। পরে ডিউটি ডাক্তার নীরার মৃত্যু নিশ্চিত করে তিনিও সেখান থেকে চলে গেলে নীরার স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন এবং উত্তেজিত হয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নীরার স্বজনদের দাবি, পালিয়ে যাওয়া দুই চিকিৎসক আহম্মেদ তারিক ও আশরাফুল এনামের ভুল চিকিৎসার কারণেই নীরার মৃত্যু হয়েছে। তাদের অভিযোগ, টনসিল অপারশেন করতে গিয়ে চিকিৎসকরা নীরার গলা কেটে ফেলেছে। স্বজনরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুল ইসলাম জানান, নিহত নীরার পরিবারের পক্ষ থেকে ভুল চিকিৎসার কথা উল্লেখ করে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
×