ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নেত্রকোনায় ঐতিহাসিক যাত্রাপালা ‘নবাব সিরাজউদ্দৌলা’ মঞ্চস্থ

প্রকাশিত: ০৭:৪৫, ১৩ মে ২০১৮

নেত্রকোনায় ঐতিহাসিক যাত্রাপালা ‘নবাব সিরাজউদ্দৌলা’ মঞ্চস্থ

সঞ্জয় সরকার, নেত্রকোনা থেকে ॥ ‘নাটক হোক হাজারও বছরের বন্ধ্যা মাটিতে লাঙ্গলের ফলা’Ñ স্লোগানকে প্রতিপাদ্য করে গত সোমবার রাতে নেত্রকোনা জেলা সদরের পাবলিক হলে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক যাত্রাপালা ‘নবাব সিরাজউদ্দৌলা’। জ্ঞানদীপ থিয়েটার নামক একটি নাট্যসংগঠন এ যাত্রাপালার আয়োজন করে। এটি এ সংগঠনের প্রথম নিবেদন। ওপার বাংলার প্রখ্যাত নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত এ যাত্রাপালায় ‘সিরাজউদ্দৌলা’র ভূমিকায় প্রথমবারের মতো অভিনয় করেন প্রাথমিক শিক্ষক তপন চন্দ্র দাস। অন্যদিকে আলেয়ার ভূমিকায় অভিনয় করেন পূর্ণিমা ব্যানার্জী। অন্যান্য চরিত্রে অভিনয় করেন অধ্যাপক ননী গোপাল সরকার, মির্জা আব্দুল কদ্দুছ, এম এ হান্নান, আলাদ্দীন আহমেদ, প্রভাষক জহিরুল ইসলাম জুয়েল, আবদুল বারেক, আবদুল বাছির, মজিবুর রহমান, খন্দকার মাসুদ মিন্টু, আজিজুল হক, আমির হামজা, অভিজিৎ ভৌমিক, গৌরাঙ্গ সরকার, রঞ্জন দাস, শীলা সরকার ও মমতা প-িত। যাত্রাপালা নির্দেশনা প্রদান করেন মির্জা আবদুল কদ্দুছ। স্মারকের দায়িত্ব পালন করেন দীন ইসলাম। জেলা প্রশাসক মঈনউল ইসলাম, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক নারী-পুরুষ এ যাত্রাপালা উপভোগ করেন। যাত্রা শুরুর আগে আগে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ক্লোজআপ তারকা পিয়া বৈশ্য, জয়া, প্রমি, লুবনা, অনিম, স্মিতা ও রঞ্জন দাস।
×