ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সোহেল রানা বয়াতির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সেলাই জীবন’

প্রকাশিত: ০৭:৪৫, ১৩ মে ২০১৮

সোহেল রানা বয়াতির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সেলাই জীবন’

স্টাফ রিপোর্টার ॥ ফারুক মইনউদ্দিনের ‘শরীরবৃত্তীয়’ ছোট গল্প অবলম্বনে ‘সেলাই জীবন’ নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সোহেল রানা বয়াতি। চলচ্চিত্রের চিত্রনাট্য তৈরি করেছেন অনিক কান্তি সরকার। চিত্রগ্রহণ ফরহাদ হোসেন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিমুল খান, সাজু আহমেদ, জয়িতা মাহলানবিশ, নীলা, পাপিয়া, সাদিয়াসহ আরও অনেকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইপিজেড ও ঢাকার বিভিন্ন স্থানে চলচ্চিত্রের শূটিং হয়েছে। চলচ্চিত্রটির নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, গার্মেন্টস খাত আমাদের জাতীয় আয়ের একটি বিশাল অংশ সরবরাহ করে। কিন্তু যে সব কর্মী এই আয় করে তাদের জীবন স্বাভাবিকভাবে চলে না। আমরা দেখি প্রতিবছর ঈদের সময় তারা বেতন ভাতার জন্য আন্দোলন করে। আবার বিভিন্ন গার্মেন্টসে শিশুরা কাজ করে। তবে তারা কেন কাজ করে, কিভাবে কাজ করে তা শরীরবৃত্তীয় গল্পে লেখক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। মানবিক এই গল্পটি আমি সহজ সরলভাবে তুলে ধরার চেষ্টা করেছি। শীঘ্রই চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে জানান নির্মাতা।
×