ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সমৃদ্ধ দেশ গঠনে নৈতিক শিক্ষা কোর্সের উদ্বোধন

প্রকাশিত: ০৭:১৫, ১৩ মে ২০১৮

সমৃদ্ধ দেশ গঠনে নৈতিক শিক্ষা কোর্সের উদ্বোধন

ঢাকা আহ্ছানিয়া মিশনের সেন্টার ফর এথিক্স এডুকেশন (সিইই) এদেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রতকরণ সংক্রান্ত একটি নৈতিক শিক্ষা কোর্স শুরু করেছে। গত ৮ মে রাজধানীর ফার্মগেটের আইডিয়াল কমার্স কলেজের মিলনায়তনে ‘সমৃদ্ধ দেশ গঠনে নৈতিক শিক্ষা’ শীর্ষক এই কোর্সের উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান, সাবেক প্রধান তথ্য কমিশনার ড. গোলাম রহমান, দুদকের মহাপরিচালক মাহমুদ হাসান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও উদ্যোক্তা ড. এম এ. হালিম পাটোয়ারীসহ বিশিষ্টজন। অনুষ্ঠানে সিইই-এর কার্যক্রম বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সিইই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আলী রেজা। নৈতিক শিক্ষা কোর্স বিষয়ে সংক্ষিপ্ত উপস্থাপনা করেন সিইই-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ সাইফুজ্জামান রানা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসএ নর্থ আমেরিকান বাংলাদেশী ইসলামী কমিউনিটি (নাবিক)-এর প্রতিনিধি ড. আবু বকর আহমেদ। ধন্যবাদ জ্ঞাপন করেন আইডিয়াল কমাস কলেজের অধ্যক্ষ মো. বিল্লাল হোসেন। ক্যাম্পাস প্রতিবেদক
×