ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এ্যান্ড কলেজের সাফল্য

প্রকাশিত: ০৭:১৫, ১৩ মে ২০১৮

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এ্যান্ড কলেজের সাফল্য

২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এ্যান্ড কলেজ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। এ বছর এ প্রতিষ্ঠানের ২য় ব্যাচে নিয়মিত ১২১ জন ও অনিয়মিত ২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে, শতভাগ পাসসহ ১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এ কৃতিত্বপূর্ণ ফলাফলে কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের মধ্যে উচ্ছ্বাসের ঢল নামে। দীর্ঘ সময় ধরে কলেজ প্রাঙ্গণে আনন্দ উল্লাস চলাকালীন সময়ে অভিভাবকগণ এ ফলাফল অর্জনে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব এম ফরিদ আল হোসাইন বলেন, এ প্রতিষ্ঠানের শিক্ষকরা শিক্ষার্থীদের প্রতিদিনের পড়া প্রতিদিন স্কুলেই সম্পন্ন করে দেন এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অতিরিক্তি সময়ে তাদের দুর্বল বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে তাদের বিষয়ভিত্তিক সমস্যার সমাধান করে দেন। আর এ কারণে আজকের এ সফলতা। এ সফলতায় এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব এ কে এম শহীদুল হক, বিপিএম, পিপিএম ইন্সপেক্টর জেনারেল (অব) বাংলাদেশ পুলিশ, মহোদয় প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।
×