ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লিভারপুলেই থাকছেন সালাহ

প্রকাশিত: ০৭:০২, ১৩ মে ২০১৮

লিভারপুলেই থাকছেন সালাহ

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান সিরি’এ লীগের দল রোমা থেকে লিভারপুলে যোগ দেয়ার পর থেকেই যেন উড়ছেন মোহাম্মদ সালাহ। চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগের সর্বোচ্চ গোলদাতার আসনটি দখল করেন নেন তিনি। অলরেডদের এই মিসরীয় ফরোয়ার্ডকে পেতে তাই মরিয়া বিশ্বের শীর্ষ সারির ক্লাবগুলো। যে তালিকায় রয়েছে রিয়াল মাদ্রিদ-বার্সিলোনার মতো ক্লাবের নামও। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সালাহ। সমর্থকদের সাফ জানিয়ে দিয়েছেন যে, লিভারপুলেই থাকছেন তিনি। এখানেই ভবিষ্যতে আরও ভাল কিছু উপহার দিতে চান বর্তমান বিশ্ব ফুটবলের এই বিস্ময় তারকা। এ প্রসঙ্গে সালাহ বলেন, ‘এখানে আমি খুবই ভাল আছি। সবকিছুই ঠিক আছে। অবশ্যই লিভারপুলে ভবিষ্যত গড়ার ইচ্ছা রয়েছে। কারণ আপনারা দেখেছেন আমরা দারুণ একটি মৌসুম কাটিয়েছি। এখন আমরা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে খেলার অপেক্ষায় আছি। এ কারণে সবাই দারুণভাবে রোমঞ্চিত।’ ইতালিয়ান সিরি’এ লীগ ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লীগে যোগদানের পর লিভারপুলের জার্সিতে সবধরনের প্রতিযোগিতামূলক ম্যাচে অংশ নিয়ে প্রতিপক্ষের জালে ৪৩ বার বল জড়িয়েছেন তিনি। তবে সালাহ মনে করেন, এটা নাকি তার মাত্র সূচনা। এ বিষয়ে সালাহ খুব সাধারণভাবেই বলেন, ‘এটা তো সবেমাত্র শুরু। এখানে এটাই আমার প্রথম মৌসুম। সতীর্থ অনেক খেলোয়াড়েরও আস্থা আছে আমার ওপর।’ তার দুর্দান্ত পারফর্মেন্সের কৃতিত্ব পাচ্ছেন তার সাবেক কোচ ও ক্লাব সতীর্থরাও। তিনি বলেন, ‘রোমে আমার দারুণ উন্নতি ঘটেছে। আমি বলব না সবকিছু নিজের অর্জন। সতীর্থরাও ছিল আলাদা। কোচ ও তাদের সহায়তা ছিল সবসময়। মাঠে ও মাঠের বাইরে তারা আমাকে দারুণ সহায়তা করেছে।’ গত সপ্তাহে সমর্থক ও সতীর্থ খেলোয়াড়দের ভোটে লিভারপুলের মৌসুম সেরা খেলোয়াড়ের খেতাব লাভ করেন এই মিসরীয় ফরোয়ার্ড। পরে তিনি ফুটবল রাইটার্স এ্যাসোসিয়েশনেরও পুরস্কার নিজের শোকেসে তোলেন। দুর্দান্ত ফর্মে থাকা ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইন আর টটেনহ্যাম হটস্পারের হ্যারি কেনকে পেছনে ফেলে পেশাদার ফুটবলার্স এ্যাসোসিয়েশনের বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব জেতেন তিনি। লন্ডনে এসে উচ্ছ্বসিত সালাহ বলেন, ‘চার বছর আগে চেলসির হয়ে আমি এখানে এসেছিলাম।
×